রম্য
পাবলিক টয়লেটে যা যা থাকতে পারে
ঢাকা শহরে একের পর এক অভিজাত পাবলিক টয়লেট হচ্ছে, কিন্তু সেই টয়লেটগুলোতে পাবলিকের চাহিদামতো অনেক জিনিস নেই। তো, পাবলিকের চাহিদা কী? আসুন, হাস্যরসের মাধ্যমে কাল্পনিকভাবে পাবলিকের কিছু চাহিদা জেনে নিই।
ওয়াই-ফাই
যেহেতু পাবলিক টয়লেটগুলো ঢাকা শহরের সিটির মধ্যে, সেহেতু সিটির সব সুবিধা টয়লেটে থাকা জরুরি। সে জন্য টয়লেটে ওয়াই-ফাই থাকলে ভালো, পাবলিক টয়লেটে বসে যাতে শান্তিতে ইন্টারনেট ইউজ করতে পারে।
সিসি ক্যামেরা
নিরাপত্তার জন্য আজকাল ঢাকা শহরের অনেক জায়গায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। সেই হিসেবে পাবলিক টয়লেটে সিসি ক্যামেরা বসানো উচিত। কেননা, এখানে অনেক ধরনের লোক যাতায়াত করবে। সিসি ক্যামেরা টয়লেটে বসালে সবার নিরাপত্তা নিশ্চিত হবে।
টয়লেট পার্ক
টয়লেটের মধ্যে আধুনিক পার্ক করা যেতে পারে, স্পেশালি প্রেমিক-প্রেমিকাদের জন্য। কেননা, ঢাকা শহরে পর্যাপ্ত পার্ক না থাকায় প্রেমিক-প্রেমিকাদের যেখানে সেখানে বসতে হয়।
আকর্ষণীয় পুরস্কার
আজকাল খোলা জায়গায় সুযোগ পেলে পাবলিক টয়লেট করে। সে জন্য পাবলিক টয়লেট ব্যবহারে উৎসাহ দেওয়ার জন্য ঘোষণা করা হোক আকর্ষণীয় পুরস্কার। যে যত বেশি পাবলিক টয়লেট ব্যবহার করবে, তাঁর পুরস্কার জেতার সম্ভাবনা তত বেশি।