রম্য
যেভাবে মডেল হবেন
আধুনিক যুগে অনেকেই মডেল হওয়ার জন্য মুখিয়ে থাকেন। কিন্তু হতে চাইলেই তো আর হওয়া যায় না, সে জন্য দরকার কিছু কৌশল। মডেল হতে আগ্রহী পাঠকের কথা চিন্তা করে তাই হাস্যরসের এবারের আয়োজন, মডেল হওয়ার কাল্পনিক টিপস। আসুন, সময় নষ্ট করে দেখে নিই।
১.
নিয়মিত ক্রিকেট প্র্যাকটিস করতে হবে। আর একটা কথা সব সময় মাথায় রাখবেন, কোনোরকম যদি বাংলাদেশ ক্রিকেট দলে ঢুকে জনপ্রিয় হয়ে যেতে পারেন, তাহলে আপনার মডেল হওয়ার স্বপ্ন কেউ ঠেকাতে পারবে না।
২.
হাত, মুখ কিংবা কোমর বাঁকা-ত্যাড়া করে বেশি বেশি করে ছবি তুলতে হবে। এতে অন্য সবার থেকে আপনি খুব সহজে ফোকাসে আসতে পারবেন। আর একবার ফোকাসে আসতে পারলে আপনার মডেল হওয়া কেউ ঠেকাতে পারবে না।
৩.
মডেলিং করার আগে অবশ্য আপনি ফটোশপে ভালোভাবে এডিটিং শিখতে হবে। এবং প্রতিটি ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার আগে ভালো করে ঘষেমেজে দিতে হবে। মনে রাখবেন, ‘অতি এডিটিং মডেল হইবার লক্ষণ’।