যে কারণে বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় ঢাকা
বিশ্বে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থান অর্জন করেছে ঢাকা। আর আমাদের হারিয়ে শীর্ষ অবস্থান দখল করেছে ভারতের দিল্লি। কিন্তু কথা হচ্ছে, বাংলাদেশ প্রথম হতে পারেনি কেন? প্রিয় পাঠক, আসুন হাস্যরসের কাল্পনিক তদন্তের মাধ্যমে কিছু কারণ জেনে নিই।
১. ড্রেনের পানি
ঢাকা শহরের ড্রেনের অবস্থা খুব খারাপ। সে জন্য বর্ষার পানি কোথাও যেতে না পেরে রাস্তায় জমে যায়। যার ফলে পর্যাপ্ত পরিমাণ ধুলা আকাশে উড়তে পারে না। ফলে বায়ুদূষণ দিল্লির চেয়ে কম হয়।
২. ময়লা-আবর্জনা
ঢাকা শহরের রাস্তাঘাটে এখানে-সেখানে প্রচুর পরিমাণ ময়লা-আবর্জনা থাকে। এত বেশি থাকে যে আবর্জনার নিচে চাপা পড়ে সামর্থ্যানুযায়ী ধুলা উড়ে পর্যাপ্ত পরিমাণ বায়ুদূষণ করতে পারে না। যার ফলে দিল্লির কাছে আমাদের হারতে হয়েছে।
৩. ভাগ্যের খেলা
টেস্টে ভারতের সঙ্গে অল্পের জন্য হারার পর এবার বায়ুদূষণে হেরে গেল ভারতের দিল্লির সঙ্গে বাংলাদেশের ঢাকা। আসলে আমাদের ভাগ্য সহায়তা করেনি।