রম্য
অতিরিক্ত ফেসবুক আসক্তির ভবিষ্যৎ প্রভাব
ফেসবুক একটা জনপ্রিয় সামাজিক মাধ্যম, যার কল্যাণে পুরো পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয়। কিন্তু আমাদের দেশের মানুষ অতিরিক্ত ফেসবুক ব্যবহার করে। এর ফলে তা এখন সামাজিক ব্যাধি হয়ে গেছে। প্রিয় পাঠক, আসুন হাস্যরসের কাল্পনিক তদন্তের মাধ্যমে জেনে নিই, অতিরিক্ত ফেসবুক আসক্তির কারণে ভবিষ্যতে কী কী হতে পারে।
১. ছেলে তার মা-কে বলবে...
মা, তোমার হাতের স্পিড এত স্লো কেন? তাড়াতাড়ি খাবার ডাউনলোড করো। পাকস্থলী আপডেট দেবো।
জবাবে মা বলবেন,
নোটিফিকেশন চেক কর, হাবলু। টেবিলে অনেক আগেই খাবার শেয়ার করে ফেলছি।
২. চৌধুরী সাহেব তাঁর মেয়ের প্রেমিককে বলবেন, তোমার মতো কম ফলোয়ারওয়ালা ছেলের সঙ্গে আমি আমার মেয়ে বিয়ে দেবো না।
জবাবে মেয়ের প্রেমিক বলবে,
চৌধুরী সাহেব,
ফলোয়ার দিয়ে কখনো ভালোবাসা মাপা যায় না। আমার ফলোয়ার কম হতে পারে, কিন্তু ফ্রেন্ডলিস্টের ফ্রেন্ড পাঁচ হাজার। যা দিয়ে আপনার মেয়ের ছবিতে অনেক লাইক দিয়ে সুখে রাখতে পারব।
৩. শিক্ষক তাঁর ছাত্রদের বলবেন...
গ্রুপে চ্যাটে তোমরা মন দিয়ে পড়বা।
জবাবে ছাত্ররা বলবে,
স্যার, ক্লাসে অনেক দুষ্টু আছে। যারা গ্রুপে চ্যাট করার সময় আজাইরা ইমো দিয়ে বিরক্ত করে।
৪. বুদ্ধিজীবীরা টক শোতে বলবেন...
তোমরা আমাকে এক লাখ ফলোয়ারওয়ালা ফেসবুক আইডি দাও, আমি তোমাদের জন্য কোটি কোটি বুদ্ধি শেয়ার করব।
৫. স্ত্রী হাতেনাতে স্বামীকে পরকীয়ায় ধরে বলবে...
তুমি আমার মিউচুয়াল ফ্রেন্ডের সঙ্গে মেসেঞ্জারে কী কথা বলো?
জবাবে স্বামী বলবে,
না, মানে আমি ভাবীকে মেসেঞ্জারে কথা বলা শেখাচ্ছিলাম।