রম্য
ভবিষ্যতে যেসব বিষয় নিয়ে ধর্মঘট হতে পারে
ইদানীং হরতালের চেয়ে ধর্মঘটের জনপ্রিয়তা বেড়েই চলেছে। কখনো যৌক্তিক, কখনো আবার অযৌক্তিক কারণে অনেকে ধর্মঘট ডাকে। তবে আমরা সেই জটিল বিষয় নিয়ে আলোচনা না করে, স্বচ্ছ নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের কাল্পনিক তদন্ত করে ভবিষ্যতে হতে পারে এমন কিছু ধর্মঘটের বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি, ফায়দা হবে না।
১. প্রেমে ব্যর্থ
দেশে ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের সংখ্যা কম নয়। তারা বিভিন্ন সময় বিভিন্নজনের কাছে ছ্যাঁকা খেয়েছে। সে জন্য তারা ভেতর ভেতর ক্ষোভের আগুনে পুড়ছে। বলা তো যায় না, তারা সবাই এক হয়ে ছ্যাঁকা খাওয়ার প্রতিবাদে ধর্মঘট করতে পারে। যেদিন তাদের ধর্মঘট হবে, সেদিন কেউ প্রেম করতে পারবে না।
২. এক টাকার কয়েন
আজকাল দোকানে গেলে এক টাকার কয়েন গ্রাহকরা পান না, যার ফলে দোকানিরা এক টাকার চকলেট ধরিয়ে দেন। সে জন্য অনেক গ্রাহক রেগে আছেন। হতে পারে, সব গ্রাহক এক হয়ে ধর্মঘটের ডাক দেবেন। প্রতিবাদ হিসেবে সেদিন গ্রাহকরা চকলেটের বিনিময়ে প্রয়োজনীয় জিনিস দিতে বাধ্য করবেন দোকানিদের।
৩. হুররামের ফাঁসি
ইব্রাহিম পাশাকে হত্যার দায়ে এখনো হুররামকে ফাঁসি দেওয়া হয়নি। ব্যাপারটা দুঃখজনক। বলা তো যায় না, হুররামকে ফাঁসি দিতে সুলতান সোলেমানকে বাধ্য করার জন্য নিখিল বাংলা ইব্রাহিম পাশার ভক্তরা ধর্মঘটের ডাক দিতে পারে।
৪. হাস্যরস
হাস্যরসে বেশি বেশি করে রম্য লেখা প্রকাশের দাবিতে ধর্মঘট পালন করতে পারেন হাস্যরসের পাঠকরা। প্রতিবাদ হিসেবে সেদিন কেউ হাস্যরস প্রকাশ্যে পড়বে না, লুকিয়ে লুকিয়ে পড়বে।