মেসের ছেলেরা পাত্র হিসেবে এগিয়ে
পড়ালেখা কিংবা চাকরি করার কারণে অনেক ব্যাচেলর শহরের বিভিন্ন মেসে থেকে জীবনযাপন করে। তাদের সঙ্গে পরিবার থাকে না, তাই বেশির ভাগ সময় তারা নিজেদের কাজ নিজেরাই করে। প্রিয় পাঠক, হাস্যরসের আজকের কাল্পনিক ধামাকায় দেখব কীভাবে মেসে থাকা ছেলেরা বিয়ের বাজারের মেয়েদের পছন্দের শীর্ষে থাকে।
ডিম-ডাল স্পেশালিস্ট
মেসে থাকা প্রতিটি ছেলেই দুনিয়াতে কিছু পারুক আর নাই পারুক, ডিম ও ডাল খুব ভালো রাঁধতে জানে। বলা যায় এটি মেসে থাকা ব্যাচেলরদের জাতীয় খাবার। সুতরাং, মেয়েরা মেসে থাকা ব্যাচেলরদের বিয়ে করলে, কখনো উপোস থাকতে হবে না, অন্ততপক্ষে ডিম ডাল খেয়ে হলেও এক জীবন কাটিয়ে দিতে পারবে। অবশ্য সেজন্য মেয়েদের প্রথম পছন্দ, মেসের ব্যাচেলর ছেলেদের।
কাপড়চোপড় ধোয়া
মেসে থাকা ব্যাচেলররা নিজের কাপড়চোপড় নিজে ধুয়ে, সেটা আবার আয়রন করে। সুতরাং বুঝতেই পারছেন, মেসের ব্যাচেলর ছেলেদের বিয়ে করলে বিয়ের পর নিজের কাপড়চোপড় নিজে ধুয়ে আয়রন করার ঝামেলা নাই। যা করার স্বামীই করবে। কেননা, মেসে ব্যাচেলর জীবন কাটানোর অভিজ্ঞতা বলে একটা কথা আছে।
রান্নাবান্না না জানা
বর্তমান যুগের অনেক মেয়ে রান্নাবান্না জানে না। তাদের জন্য সবচেয়ে বড় সুবিধে হইলো ব্যাচেলর ছেলে বিয়ে করা। কারণ, মেসে বুয়ার হাতে অখাদ্য রান্না খেতে খেতে তাদের মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে, তাই এদের যা ইচ্ছে তাই রেঁধে গিলানো যাবে।