রম্য
ছেলেরা যেভাবে প্রেম প্রকাশ করে
একেক দেশে একেক রকম ভাবে ছেলেরা প্রেম প্রকাশ করে। তবে এদিক দিয়ে বাংলাদেশি ছেলেরা একেবারে ভিন্ন। তাদের প্রেম প্রকাশের পক্রিয়া একেবারে আলাদা। প্রিয় পাঠক, আসুন হাস্যরসের মাধম্যে বাংলাদেশি ছেলেদের প্রেম প্রকাশের কিছু নমুনা জেনে নিই।
১. টয়লেটের দেয়াল
বেশির ভাগ প্রেমিক একবার না একবারের জন্য হলেও তাদের প্রেমিকার নামের প্রথম অক্ষরের সঙ্গে প্লাস চিহ্ন যুক্ত করে নিজের নামের প্রথম অক্ষর লিখেছে টয়লেটের দেয়ালে। এই টাইপের প্রেমিকদের বড় একটা অংশ পাবলিক টয়লেটে নিয়মিত যাতায়াত করে।
২. গাছ
আজকাল পার্কে গেলেই বিভিন্ন গাছে দেখা যায় লিখা থাকে অনেকের প্রেমিকাদের নাম। ভাব এমন, গাছটা তারা তাদের প্রেমিকার নামে লাগিয়েছে। এই বিরল স্টাইলে প্রেমিকার নাম প্রচারকারী প্রেমিকদের স্লোগান হতে পারে, গাছ লাগান, প্রেমিকা বাঁচান।
৩. হাত
হাত কেটে প্রেমিকার নাম লেখা যদি একটা শিল্প হয়ে থাকে, তাহলে সেই শিল্পের বড় ইন্ডাস্ট্রি রয়েছে বাংলাদেশে। কেননা, ব্লেড দিয়ে হাত কেটে প্রেমিকার নাম বাংলাদেশি প্রেমিকদের চেয়ে বেশি কেউ লিখেছে বলে মনে হয় না।