রম্য
ক্রিকেট ম্যাচে পরাজয়, আগে-পরের স্ট্যাটাস!
বাংলাদেশ ক্রিকেট দল সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে। এই ম্যাচ শুরুর আগে ও পরে কতিপয় ব্যক্তি ফেসবুকে স্ট্যাটাস প্রদান করেছেন। তাঁদের স্ট্যাটাস ছদ্মনামে ‘ফাঁস’ করে দেওয়া হচ্ছে এখানে!
নুরা পাগলা
ম্যাচ শুরুর আগে : শ্রীলঙ্কাকে তো স্রেফ উড়িয়ে দেবে বাংলাদেশ! শ্রীলঙ্কা একটি দল হলো নাকি! ধুর!
ম্যাচের পর : আরে হেরেছে তো কী হয়েছে! শ্রীলঙ্কা বিশ্বক্রিকেটের অন্যতম শক্তিশালী দল! তাদের বিপক্ষে এক ম্যাচ হারতেই পারে!
কুদ্দুস মিয়া
ম্যাচ শুরুর আগে : আইজকা বাঘের রক্ষা নাই! সিংহ (শ্রীলঙ্কা) কিন্তু ক্ষুধার্ত, খাইয়া দিব এক্কেরে!
ম্যাচের পর : বলেছিলাম না? হু, আমি কিন্তু এমনে-হেমনে কথা বলি না! আমি জেনুইন ক্রিকেট অ্যানালাইজার!
দুরন্ত বালক মদন
ম্যাচ শুরুর আগে : তামিম ইকবালের ব্যাটিং তাণ্ডবে স্রেফ উড়ে যাবে শ্রীলঙ্কা!
ম্যাচের পর : ধুর! তামিম ইকবালরে কেন দলে রাখে বুঝি না! চাচার জোরে আর কত ফ্রান্স!
অ্যাঞ্জেল কুমকুম
ম্যাচ শুরুর আগে : কিউট বয় সাব্বির আজ উড়াধুড়া ব্যাটিং করবে! সে যে বড় ম্যাচের প্লেয়ার, এটা আজ থেকেই প্রমাণ হওয়া শুরু হবে!
ম্যাচের পর : সাব্বির তো ব্যাট কীভাবে ধরতে হয়, সেটাই জানে না! আগলি বয় একটা!
নামহীন বালিকা
ম্যাচ শুরুর আগে : আজ সিরিজ জয়ের ম্যাচ! আজ আরেক ইতিহাস রচিত হওয়ার ম্যাচ!
ম্যাচের পর : আমি আগেই ধারণা করেছিলাম, এ ম্যাচ বাংলাদেশ জিততে পারবে না! প্রথম ম্যাচে জয়ের পরই তেনারা বহুত লাফালাফি করছিল! যত্তসব!