রম্য
ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হলে আনন্দিত হন!
ফেসবুকে আইডি বন্ধ হওয়ার ধুম চলছে। এতে অনেকেই শঙ্কিত। তবে আমরা মনে করছি, শঙ্কিত হওয়ার কিছু নেই, উল্টো আনন্দিত হওয়ার অনেক কিছুই আছে! কারণ :
— ফেসবুক আইডি বন্ধ হলে পোলাপান টেক্সটবুকে মনোযোগী হবে!
— ফেসবুক আইডি বন্ধ থাকলে কতিপয় মানুষ ‘লোল’, ‘জোশ মাম্মা’, ‘মাইরালা’, ‘খাইয়া ফালা’ প্রভৃতি আজব আজব সব শব্দের ব্যবহার ভুলে যাবে!
— আজকাল মানুষ হাঁটতে-বসতে, খেতে-ঘুমাতে সব সময় ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে। এতে নষ্ট হয় কর্মঘণ্টা, কমে যায় কাজের গতি। ফেসবুক বন্ধ হলে কাজে গতি আসবে বলে আশা করা যায়!
— রাত হচ্ছে ঘুমের জন্য। কিন্তু আজকালকার তরুণ-তরুণী, যুবক-যুবতী, কিশোর-কিশোরী সবাই গভীর রাত পর্যন্ত ফেসবুকে মজে থাকে! এতে তাদের ঘুমে ব্যাঘাত ঘটে।
দিনে তারা নিজ নিজ কাজ সঠিকভাবে করতে পারে না! ফেসবুক আইডি বন্ধ হলে এরা সবাই সঠিকভাবে নিজ নিজ কাজ করতে পারবে!
— রাত জেগে ফেসবুক ব্যবহার করার কারণে মানুষের স্বাস্থ্যের অবনতি ঘটছে। ফেসবুক আইডি বন্ধ হয়ে গেলে স্বাস্থ্য ভালো থাকবে!
— ফেসবুকে কেউ দশটা, কেউ বা দশ হাজারটা ‘লাইক’ পায়। এটা তো চরম ‘বৈষম্য’! ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে পড়লে এই বৈষম্য থাকবে না!
— ফেসবুক আইডি বন্ধ থাকলে ফেসবুকার সেলিব্রেটিদের ‘স্ক্রিনশট’ ফাঁস হওয়ার ভয়ও থাকবে না!
— আজকাল অনেকেই বাংলাবাজারের ফুটপাতে আয়েশে চা খেতে খেতে ফেসবুকে চেক-ইন দেন ‘বন্ধুরা, চিয়াংমাইয়ে (চায়নিজ খাবারের রেস্টুরেন্ট) আছি। খেতে চাইলে চলে আসো’! ফেসবুক আইডি বন্ধ থাকলে কেউ আর এমন মিথ্যা চেক-ইন দিতে পারবে না!