রম্য
চিটিং থুক্কু সিটিং সার্ভিস লোকাল হওয়ার পর!
মহাসমারোহে অভিযান চলছে রাজধানী ঢাকা শহর থেকে 'সিটিং সার্ভিস' নামক বাসগুলো বিলুপ্ত করে সেগুলোকে 'লোকাল বাসে' রূপান্তর করার। এতে কেউ কেউ যেমন খুব খুশি হয়েছেন, তেমনিভাবে অনেকে এখনো অখুশি। চলুন, দেখি আসি কেমন চলছে বর্তমান লোকাল সার্ভিস ওরফে সাবেক ‘চিটিং’ ধ্যাত সিটিং সার্ভিস।
— সিটিং সার্ভিসের সঙ্গে সংশ্লিষ্ট কেউই মন থেকে মেনে নিতে পারছেন না, তাদের বাস লোকাল বাসে রূপ নিয়েছে।
— পূর্বের অভ্যাস মতো অতিরিক্ত ভাড়া নেওয়ার অভ্যাসটি এখনো চলমান রেখেছেন কেউ কেউ। কী করবে এত দিনের অভ্যাস!
— যাত্রীদের কেউ যখন আগের মতো অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানাচ্ছেন, তখন তাঁকে দু-চার ঘা কিলঘুষির সঙ্গে হালকা-পাতলা পিটুনি দিয়ে আহত করতেও দ্বিধাবোধ করছেন না কেউ কেউ।
— কোনো কোনো বাস তো লোকাল বাস সূত্রের ওপর ক্ষেপে গিয়ে অধিক পরিমাণ যাত্রী উঠিয়ে বাস টইটুম্বর করেও স্থান ছাড়ছেন না।
— তবে হ্যাঁ, কিছু কিছু বাস আগের মতো সিটিং সার্ভিসে তুলে অতিরিক্ত ভাড়া আদায় করে যে চিটিং সার্ভিসটা করত, তা আর করতে পারছে না!
— মজার ব্যাপার হলো, লোকাল বাসের সেই চিরাচরিত দৃশ্যের ঝুলে থাকা যাত্রীদের কোথাও কোনো কমতি নেই বললেই চলে।