রম্য
হঠাৎ বৃষ্টিতে সিটিং নৌকা সার্ভিস
ঢাকার রাস্তা হোক কিংবা চট্টগ্রামের রাস্তা, আমাদের দেশের অধিকাংশ মহাসড়কই একটুখানি বৃষ্টিজলের স্পর্শ পেলেই তা মহাপ্লাবন ঘটিয়ে মাঝারি সাইজের নদীর রূপ ধারণ করে। আর তখনই কয়েক দিনের জন্য মহাসড়কগুলো নদীতে পরিণত হয়। এমতাবস্থায় এসব হঠাৎ নদীতে কী কী চালু করা যায়? চলুন তো খুঁজে বের করার চেষ্টা করি!
লোকাল বা সিটিং নৌকা সার্ভিস
এসব মহাসড়কে হঠাৎ নদীর পানিতে যাতায়াতের জন্য নৌকার বিকল্প পাওয়া খুবই দুষ্কর হয়। যার কারণে বাস মালিক সমিতির পক্ষ থেকে বিশেষ নৌকা সার্ভিসের ব্যবস্থা করতে পারবে। তবে সেটা লোকাল সার্ভিসও হতে পারে বা সিটিং সার্ভিসও।
ইঞ্জিনচালিত রিকশার মতো ইঞ্জিনচালিত ট্রলার
বর্তমানকালে যখন ইঞ্জিনচালিত রিকশার ভরপুর ডিমান্ড রাস্তায়, ঠিক দেখা যাবে মহাসড়কের নদী ভার্সনেও ইঞ্জিনচালিত ট্রলারের খুব, খুব ডিমান্ড দেখা দেবে।
মাঝি সমাজের স্ট্যাটাস বেড়ে হাই হয়ে যাবে
এসব নদীর মাঝিদের স্ট্যাটাস এতটাই বেড়ে যাবে যে তাঁদের অটোগ্রাফ নিতে মানুষ সাঁতার কেটে এসে লাইনে দাঁড়াবে, থুক্কু ভাসবে। কন্যার বাবারাও চাইবেন মহাসড়ক নদীর মাঝির সঙ্গে মেয়েকে বিয়ে দিতে।