রম্য
বদলে গেছে ফলাফল পরবর্তী প্রতিক্রিয়া!
১.
১৯৯৬ সাল। এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর :
পাস করা শিক্ষার্থী : আম্মা! আম্মা! আমি স্ট্যান্ড করেছি!
প্রতিক্রিয়া : আয় সোনা, আমার বুকে আয়! ওগো বল্টুর বাপ, শুনছ? তোমার ছেলে স্ট্যান্ড করেছে! জলদি মিষ্টি নিয়া আস, সারা এলাকায় বিতরণ করতে হবে!
গোটা তল্লাটে ব্যাপক হইচই শুরু! ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় স্ট্যান্ড করা ওই শিক্ষার্থীকে দেখতে তার বাড়িতে দলে দলে হাজির হওয়া! ‘দুর্দান্ত’ শিক্ষার্থীকে দেখে অবাক চোখে মুগ্ধতা নিয়ে মিষ্টি খেয়ে অতঃপর বিদায়!
২.
২০০৬ সাল। এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর :
পাস করা শিক্ষার্থী : মা, পরীক্ষায় আমি এ প্লাস পাইছি!
প্রতিক্রিয়া : তাই নাকি! খুব ভালো! এই নে টাকা, পাঁচ কেজি মিষ্টি নিয়ে আয়। আশপাশের বাড়িতে বিতরণ করতে হবে তো।
এবং আশপাশের কয়েক বাড়ির লোকজন এ প্লাস পাওয়া শিক্ষার্থীর সঙ্গে দেখা হলে বাহবা দিত।
৩.
২০১৭ সাল। এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর :
পাস করা শিক্ষার্থী : মাম্মি, আজ পরীক্ষার রেজাল্ট দিছে। এ প্লাস পাইছি আমি।
প্রতিক্রিয়া : গোল্ডেন এ প্লাস মিস করলা! ঠিক আছে, মেডিকেলে ভর্তির প্রস্তুতি শুরু করে দাও!
এবং কিছুই না! কে এ প্লাস পেল আর কে গোল্ডেন এ প্লাস পেল, তা নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই! সবাই জানে, এখন যে কেউ কোনোভাবে পরীক্ষা দিলেই প্লাস-টাস পেয়ে যাবে!