রম্য
হিরো আলমের প্রস্তাব ভেবে দেখবেন রোবট সোফিয়া!
আগামী ৫ ডিসেম্বর বাংলাদেশে আসছে বিশ্বের একমাত্র নাগরিকত্বপ্রাপ্ত রোবট সোফিয়া। কিছুদিন আগে তিনি নিজের বিয়ে করার ইচ্ছে জনসমক্ষে তুলে ধরেন। তারই ধারাবাহিকতায় আজ ভিডিওকলে সরাসরি সোফিয়ার সাক্ষাৎকার নেয় হাস্যরস। তুলে ধরা হলো তারই কিছু অংশ।
হাস্যরস : সোফিয়া আমাদের গিট্টু মিয়ার ব্যাপারে (রম্যরসে প্রকাশিত) কিছু ভেবে দেখলেন?
সোফিয়া : আপাতত এই ব্যাপারে কিছু বলতে পারছি না।
হাস্যরস : কিন্তু আপনার বিয়ে নিয়ে তো বাংলাদেশের মানুষ অনেক এক্সাইটেড। আচ্ছা, ঢালিউডের কোনো নায়ক যদি আপনাকে বিয়ের প্রস্তাব দেয়?
সোফিয়া : দেখুন, আমি দেখতে অবিকল হলিউডের অভিনেত্রীর মতন। হলিউড আর ঢালিউড ব্যাপারটা বেমানান দেখাবে। তবে আলম (হিরো আলম) যদি প্রস্তাব দেন, ভেবে দেখব। কেননা, তিনি ইন্টারন্যাশনালি পরিচিত।
হাস্যরস : দেশে এসে আপনার কোথায় কোথায় ঘোরার ইচ্ছা আছে?
সোফিয়া : দেখুন, রাগ করবেন না। বাংলাদেশি ইভটিজারদের আমি খুব ভয় করি। শুনেছি, এরা দূর থেকে চিনতে না পারলে নিজের বোনকেও টিজ করে বসে।
তবে আর কোথাও যাই না যাই, আসাদগেটের রোবট রেস্টুরেন্টে ছোটবেলার বন্ধুর সঙ্গে অবশ্যই দেখা করব। আসলে ওর রেজাল্ট খুব খারাপ ছিল বলেই শেষে ওয়েটারের চাকরি করতে হলো।
হাস্যরস : এ দেশে আপনার জন্য সবচেয়ে অনিরাপদ স্থান কোনটি মনে করেন?
সোফিয়া : অবশ্যই ধোলাইখাল।
হাস্যরস : আর সবচেয়ে নিরাপদ জায়গা?
সোফিয়া : টুট.. .টুট...টুট... (সংযোগটি বিচ্ছিন্ন)