রম্য
ছক্কা হাঁকানোর ‘গোপন রহস্য’ ফাঁস করলেন গেইল!
ক্রিস্টোফার হেনরি গেইল ওরফে ক্রিস গেইল। ছক্কা হাঁকানোর রাজা তিনি। ২২ গজের উইকেটে নেমে গেলেই শুরু করেন ধুন্ধুমার পিটুনি। তাঁর পিটুনিতে চোখে শর্ষে ফুল দেখেন বোলাররা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে করেছেন দুটি বিস্ফোরক সেঞ্চুরি। সময়ের এই আলোচিত তারকার অজান্তেই তাঁর একটি বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন হাস্যরসের এই প্রতিবেদক। সাক্ষাৎকারে ছক্কা হাঁকানোর ‘গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন’ গেইল।
*প্রশ্ন : সাক্ষাৎকারের শুরুতেই আপনাকে স্বাগতম।
গেইল : স্বাগতম দিয়ে আমি কী করুম? শুরুতেই হালকা খানাপিনা হয়ে যাক।
*প্রশ্ন : বলেন কী!
গেইল : ভাইসাহেব বোধ হয় অবাক হলেন।
*প্রশ্ন : হবো না? সাক্ষাৎকার শুরু হতে না হতেই খানাপিনার কথা বলে বসলেন।
গেইল : আরে মশাই, খানাপিনা না হলে বডিতে এনার্জি পাব না; এনার্জি না থাকলে সাক্ষাৎকার দিমু কেমনে?
*প্রশ্ন : ঠিক আছে, আমরা কথা বলি, খানাপিনা তো হবেই। কেমন? তা, নিজের সম্পর্কে আপনার কী ধারণা?
গেইল : আমি হইলাম কিং, কিং অব দ্য ছক্কা।
*প্রশ্ন : বাহ! এই যে এত ছক্কা হাঁকান, এর রহস্য কী?
গেইল : কোনো রহস্য নেই।
*প্রশ্ন : অবশ্যই আছে। রহস্য না থাকলে এত ছক্কা কেউ হাঁকাতে পারে!
গেইল : ধুর মশাই। বললাম তো রহস্য নেই কোনো। তবে একটা রহস্য আছে অবশ্য, যদি...
*প্রশ্ন : যদি কী? জলদি বলুন?
গেইল : বলব, তবে সাক্ষাৎকার দেওয়ার সম্মানী হাজার দশেক বাড়িয়ে দিতে হবে।
*প্রশ্ন : দ-অ-অ-শ হাজার ডলার। ঠিক আছে, বলুন এবার?
গেইল : আমার বেশি বেশি ছক্কা হাঁকানোর রহস্য হচ্ছে একটাই, ‘বেশি করে খাও, ছক্কা হাঁকাও’।
*প্রশ্ন : এই পাঁচ শব্দ বলেই দশ হাজার ডলার নিয়ে গেলেন। আচ্ছা, খেলার জন্য যে দেশে ঘুরে বেড়ান, কেমন লাগে?
গেইল : বিরক্ত লাগে।
*প্রশ্ন : বলছেন কী।
গেইল : হুম। দেশে দেশে এভাবে না ঘুরে, না খেলে যদি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা রোজগার করা যেত, তবে কতই না মজা হতো।
*প্রশ্ন : হা হা হা...এটা তো ঘুমের ঘোরে দেখা স্বপ্নের মতো। আপনি স্বপ্ন দেখতে থাকেন, লেখা বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে। সাক্ষাৎকার তাই এখানেই ঘ্যাচাং।