রম্য
আগামী বছরের জন্য ছক্কার বাজেট করেছি : ক্রিস গেইল
নতুন বছর সামনে রেখে অনেকেই বিভিন্ন বাজেট তৈরি করছেন। সেই দৌড়ে পিছিয়ে নেই ক্রিস গেইল। তিনি আগামী বছর কয়টি ছক্কা হাঁকাবেন, তারও বাজেট করেছেন। প্রিয় পাঠক, আসুন ক্রিস গেইলের কাল্পনিক সাক্ষাৎকারে বিস্তারিত জেনে নিই।
হাস্যরস : কেমন আছেন গেইল মামা?
ক্রিস গেইল : আমি আপনার মামা হইলাম কীভাবে?
হাস্যরস : আমাদের দেশে বস পাবলিক ভাই-ব্রাদারকে আমরা মামা বলে ডাকি।
ক্রিস গেইল : মজা নিচ্ছেন?
হাস্যরস : আরে না। আমরা আমরাই তো। তো, নতুন বছর উপলক্ষে খেলার পরিকল্পনা কী?
ক্রিস গেইল : আগামী বছরের জন্য ছক্কার বাজেট করেছি।
হাস্যরস : কোন কোন দেশের সঙ্গে?
ক্রিস গেইল : বাংলাদেশ ছাড়া সব দেশের সঙ্গেই ছক্কা মারব।
হাস্যরস : বাংলাদেশের সঙ্গে ছক্কা মারবেন না? কয়দিন আগে বিপিএলে তো তাণ্ডবলীলা করেছেন।
ক্রিস গেইল : তখন তো মাশরাফি মামা আমার দলে ছিল, তাই উনার বল খেলতে হয়নি। এখন তো তিনি আমাদের দলে খেলবেন না।
হাস্যরস : মাশরাফিকে আপনি মামা ডাকেন?
ক্রিস গেইল : আপনিই তো কইলেন, বস পাবলিকে মামা ডাকা উচিত। আর মাশরাফি মামা তো বস পাবলিক।
হাস্যরস : কেমন লাগল হাস্যরসে সাক্ষাৎকার দিয়ে?
ক্রিস গেইল : ভাই, যেমন লাগার লাগছে, তবে দয়া করে সবাইকে বইলেন এইটা কাল্পনিক সাক্ষাৎকার। নতুবা আমার ইজ্জত থাকবে না।