রম্য
বিয়ে না করে থাকার অনেক সুবিধা আছে : সালমান খান
সম্প্রতি ‘টাইগার জিন্দা হায়’ মুভি নিয়ে আবারও আলোচনায় বলিউড সুপারস্টার সালমান খান। পাশাপাশি ছবিটি হয়েছে হিট। আর তাই সালমান খানকে পুরস্কারস্বরূপ হাস্যরস কর্তৃপক্ষ তাঁর সাক্ষাৎকার নিয়েছে। আসুন পড়ে নিই।
হাস্যরস : কেমন আছেন কিং খান?
সালমান খান : লজ্জা দিচ্ছেন কেন? কিং খান তো শাকিব খান দাদা।
হাস্যরস : শাকিব খানকে চিনেন?
সালমান খান : চিনব না কেন? শাকিব দাদার নবাব সিনেমার জন্যই তো আমার টিউবলাইট সিনেমা ফ্লপ হইল।
হাস্যরস : কেমনে কী?
সালমান খান : আরে নবাব সিনেমা তো যৌথ প্রযোজনার ছিল, তাই বাঁশটা খাইলাম।
হাস্যরস : শাকিব খানের ওপর রাগ আছে নিশ্চয়?
সালমান খান : বলেন কী? একদম রাগ নাই। বরং শাকিব দাদাকে ধন্যবাদ দিতে হয়, এই মাসে কোনো ছবি মুক্তি দেন নাই। সেই জন্য তো আমার ‘টাইগার জিন্দা হায়’ হিট হলো।
হাস্যরস : তো বিয়ে কবে করবেন?
সালমান খান : বিয়ে না করে থাকার অনেক সুবিধা আছে। তাই বিয়ে করব না।
হাস্যরস : কী কী সুবিধা? একটা সুবিধা অন্ততপক্ষে বলেন।
সালমান : স্ত্রীকে নিয়ে শপিংমলে যেতে হবে না। এতে অর্থ ও সময় দুটোই বাঁচে।