রম্য
নতুন বছরে লুডুস্টারদের দাবি-দাওয়া
একসময় দেশে কাকের চেয়ে কবি বেশি ছিল, আর এখন লুডু খেলোয়াড়। অবশ্যি সেটা সম্ভব হয়েছে লুডুস্টার নামক অনলাইন গেমের সৌজন্যে। প্রিয় পাঠক, সম্প্রতি লুডুস্টার গেমের খেলোয়াড়রা কিছু কাল্পনিক দাবিদাওয়া পেশ করেছে। আসুন দেখে নিই।
১. ক্রিকেটারদের মতো লুডুস্টারদেরও চুক্তির আওতাভুক্ত করতে হবে। মাসে মাসে বেতন না হোক, অন্ততপক্ষে ইন্টারনেটের খরচটা দেওয়া যেতে পারে।
২. দেশি অনেক ছেলে লুডুস্টারে অনেক মেয়েদের নামে ফেইক অ্যাকাউন্ট খুলে। এর জন্য অনেক ছেলে খেলোয়াড় ফেইক আইডিগুলোর সঙ্গে প্রেম করে ধরা খায়। তাই ফেইক আইডিগুলো বন্ধ করতে হবে, যাতে সহিসালামতে এক ঢিলে দুই পাখি থুক্কু খেলা ও প্রেম করা যায়।
৩. ক্রিকেটের মতো লুডুস্টারে যখন অন্য দেশের নাগরিকের সঙ্গে খেলা হয়, তখন সেটা লাইভ সম্প্রচার করতে হবে।
৪. কেউ ছক্কা পাবে, কেউ পাবে না; তা হবে না, তা হবে না। অনেক সময় দেখা যায় শুধু প্রতিপক্ষের ছক্কা ওঠে। এটা ঠিক নয়। দুজনের সমান সমান ছক্কা উঠতে হবে।
৫. ‘এক’ টার্মটা বাদ দিতে হবে। কাজের সময় এই সংখ্যা পল্টি নেয়। যখন এক দরকার হয়, তখন ওঠে ছয়! এ কেমন বিচার?