রম্য
নিউ ইয়ার উদযাপনের সহি তরিকা
দরজার সামনে দাঁড়িয়ে আছে ইংরেজি নতুন বছর। সবাই অপেক্ষায় আছেন নিউ ইয়ার উদযাপনের। ‘সহি তরিকায়’ নিউ ইয়ার উদযাপনের পথ বাতলে দিচ্ছেন হাস্যরস প্রতিবেদক।
* নিউ ইয়ার উদযাপন করতে গিয়ে একে অন্যকে ফেসবুকে, মোবাইলে মেসেজ আদান-প্রদান করি আমরা। উদযাপনের আনন্দে গুবলেট পাকিয়ে এই নিউ ইয়ারে যদি ‘শুভ নববর্ষ’ লিখে মেসেজ দেওয়া হয়, তবে কিন্তু ইজ্জতের কিঞ্চিৎ ফালুদা হওয়ার আশঙ্কা থাকবে! ‘শুভ নববর্ষ’ মূলত বাংলা নতুন বছর শুরু হলে বলা হয়। এই ইংরেজি নতুন বছরে আপনি ‘হ্যাপি নিউ ইয়ার’ বলতে পারেন।
* আজকাল ফেসবুক ছাড়া কোনো কিছুর উদযাপনই যেন পূর্ণতা পায় না। ৩১ ডিসেম্বর রাত ১২টায় শুরু হয়ে যাবে ২০১৮ সাল। এই শুরুর ক্ষণে ফেসবুকে আপনি স্ট্যাটাস দেবেন, এ বিষয়ে আমাদের কাছে তথ্য আছে। কিন্তু গতানুগতিক স্ট্যাটাস দিলে লাইক, কমেন্ট বেশি পাবেন না। এ জন্য এখন থেকেই একটু ভিন্ন আঙ্গিকে চিন্তা করে একটি স্ট্যাটাস প্রস্তুত রাখুন, যেন ঠিক সময়মতো পোস্ট করতে পারেন।
* নিউ ইয়ার উদযাপন করতে গেলে থার্টিফার্স্ট নাইটের বিষয়টি চলে আসে। এত দিন আপনি থার্টিফার্স্ট নাইট রাতেই উদযাপন করেছেন। এবার কিন্তু সন্ধ্যার আগেই সব প্যাকআপ করতে হবে। সুতরাং, রাতে উদযাপনের চিন্তা বাদ দিন, নিজেকে নিরাপদ রাখুন!
* নিউ ইয়ার তথা ২০১৮ সালের প্রথম দিন কী করবেন, কোথায় ঘুরবেন এবং (যাঁরা একাধিক প্রেম করেন) কখন কার সঙ্গে ডেটিং সারবেন, সে বিষয়ে আগেভাগেই প্ল্যান ঠিক করে রাখা বুদ্ধিমানের কাজ। নয়তো দেখা গেল, মন্টির সঙ্গে ডেটিং করতে গেছেন, সেখানে দেখা হয়ে গেল মলির সঙ্গে। তখন কিন্তু মাইর একটাও মাটিতে পড়বে না!
* আপনি বিবাহিত। অতএব, ঘরের দিকে নজর দিন। বোঝেননি? নিউ ইয়ার উদযাপনে স্ত্রীকেই প্রাধান্য দিন। নয়তো এমনও হতে পারে, নতুন বছরের প্রথম দিনটাতেই ঘরে রান্নাবান্না বন্ধ হয়ে গেল।
* আজকাল রিকশাওয়ালা, অটোরিকশাওয়ালা সবাই উপলক্ষ পেলেই অজুহাত দেখিয়ে ভাড়া বাড়িয়ে দেয়। এই যেমন নিউ ইয়ারের দিন রিকশাওয়ালা বলে বসতে পারে, ‘মামা, আইজকা তো নিউ ইয়ার। ব্যাপক চাপে আছি। ভাড়া কইলাম বাড়াই দিতে হবে।’ এই অজুহাতের কবলে পড়ে বেশি ভাড়া দেওয়া থেকে রক্ষা পেতে নিউ ইয়ারের দিন বাইরে না বেরোনোই ভালো।