রম্য
শীত থেকে বাঁচার অভিনব উপায়
শীতে কাঁপছে দেশ। এই কাঁপাকাঁপির সময়ে শীত থেকে বাঁচার কতিপয় অভিনব উপায় নিয়ে হাজির হয়েছে হাস্যরস বিভাগ। জলদি পড়ুন, গরম থাকুন।
* শীত থেকে বাঁচতে বেশি করে বাজারে যান। কারণ, সংবাদমাধ্যমের ভাষ্য অনুযায়ী, বাজারে এখন আগুন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম শুনে আপনার নাক-মুখ দিয়ে গরম বাতাস বেরোনো ছাড়া উপায় নাই।
* বউয়ের সঙ্গে যেচে ঝগড়া বাধান। কারণ বলা হয়ে থাকে, বউ যখন রেগে যায়, তখন তার কথায় আগুন ঝরে। সেই কথার আগুনে গরম থাকতে পারবেন।
* গরম নয়, ঠান্ডা পানি দিয়ে গোসল করুন। কারণ, গরম পানি দিয়ে গোসল করার পর কিন্তু শীত বেশি লাগে এবং ঠান্ডা পানি দিয়ে গোসল করার পর শীত তুলনামূলক কম অনুভূত হয়। বিশ্বাস না হলে পরীক্ষা করেই দেখুন।
* বেশি করে দেশের ‘তৈলমর্দন’ টিভি (নাম তো জানেনই!) দেখুন। কতিপয় ব্যক্তির লাগামছাড়া কথাবার্তা শুনে রাগে-ক্ষোভে আপনার শরীর গরম হয়ে উঠবে নিশ্চিত।
* শীত থেকে বাঁচার সবচেয়ে সহজ পন্থা একটাই! কী সেটা, জানতে নিশ্চয়ই উদগ্রীব? সেই পন্থা হচ্ছে, শীত থেকে বাঁচার পথ হচ্ছে গরম কাপড় পরিধান করা।