রম্য
মুস্তাফিজ দাদার কাটার নিয়ে ভয়ে আছি : হাথুরি সিং
নতুন বছরে পুরোনো কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমান স্বরূপে ফিরেছেন। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের ক্রিকেটাররা তা টের পেয়েছেন হাড়ে হাড়ে। টিম বাংলাদেশের পরের ম্যাচ শ্রীলংকার সঙ্গে। টাইগারদের সাবেক কোচ হাথুরি সিংহ কী ভাবছেন মুস্তাফিজকে নিয়ে? প্রিয় পাঠক কাল্পনিক সাক্ষাৎকারে দেখে নিই।
হাস্যরস : কেমন আছেন মামা?
হাথুরি সিং : মুস্তাফিজ দাদার কাটার নিয়ে ভয়ে আছি।
হাস্যরস : ভয় পাওয়ার কী আছে?
হাথুরি সিং : এত দিন ইনজুরির জন্য ঠিকমতো বল করতে পারেনি মুস্তাফিজ দাদা। কিন্তু এখন আগের মতো বল করতে পারছে। সেটাই ভয়ের। ভাবছিলাম, ফাঁকা মাঠে গোল দেবো।
হাস্যরস : তো, এখন কী করবেন ভাবছেন?
হাথুরি সিংহ : তাসকিন ও সৌম্য সরকার মামার ওপর ভরসা ছিল, কিন্তু তারা দলে নেই। আসলে অভাগা যেদিকে যায়, সাগর শুকিয়ে যায়।
হাস্যরস : তাসকিন, সৌম্য দলে থাকলে আপনার সুবিধা?
হাথুরি সিং : অবশ্যি। তারা তো ফর্মে নেই। ভাবছিলাম, তারা দলে থাকলে ফাঁকা মাঠে গোল দেওয়া যাইত।
হাস্যরস : তার মানে পরবর্তী ম্যাচে আপনারা বাংলাদেশের সঙ্গে হারবেন?
হাথুরি সিং : কে বলছে হারব? শ্রীলঙ্কা ছোট দল নাকি? আশা করি বৃষ্টি এসে ঠিকই আমাদের খেলা ড্র করে দেবে। আপাতত আবহাওয়া ভরসা।