রম্য

ফেসবুকে পরীক্ষা নেওয়ার দুর্দান্ত কিছু উপায়

Looks like you've blocked notifications!

বাংলাদেশ আগে কৃষিপ্রধান দেশ ছিল, এখন প্রশ্নপত্র ফাঁসপ্রধান দেশ। তো, প্রশ্নপত্র ফাঁস সহনশীল পর্যায়ে নিয়ে আসার জন্য অনেকে অনেক উপায় বের করেছে। হাস্যরস পিছিয়ে থাকবে কেন? প্রিয় পাঠক, আসুন দেখে নিই হাস্যরসের থিওরি অনুযায়ী ফেসবুকে পরীক্ষা নেওয়ার দুর্দান্ত কিছু উপায়।

১. মেসেঞ্জার 
পরীক্ষা নেওয়া যেতে পারে মেসেঞ্জারের মাধ্যমে। পরীক্ষা শুরু হওয়ার মুহূর্ত থেকে কর্তৃপক্ষ মেসেজের মাধ্যমে একটা একটা করে প্রশ্ন দেওয়া শুরু করবে। তবে কেউ যদি মেসেজ ফরোয়ার্ডের মাধ্যমে অন্য কাউকে উত্তর দিয়ে ধরা খায়, তাইলে তাকে ব্লক দেওয়া হবে। পরীক্ষা দিতে পারবে না।

২. স্ট্যাটাস
স্ট্যাটাসের মাধ্যমেও খুব সহজে পরীক্ষা নেওয়া যায়। ধরেন, কেউ একজন প্রশ্ন স্ট্যাটাস হিসেবে দিল, বাকি সবাই কমেন্টের মাধ্যমে উত্তর দেবে। কিন্তু শর্ত হলো, অন্যের কমেন্ট দেখতে পারবেন না।

৩. গ্রুপ 
সব পরীক্ষার্থীকে এক গ্রুপে অ্যাড করে নেওয়া যেতে পারে পরীক্ষা। তবে শর্ত হচ্ছে, কেউ তখন গুগল ইউজ করতে পারবে না। নির্ধারিত সময় সবাইকে ট্যাগ করে প্রশ্ন শেয়ার করা হবে।