রম্য
‘ছেঁড়া’ প্যান্ট পরার যত সুবিধা
বাংলাদেশের জনপ্রিয় একজন নায়ক ‘ছেঁড়া’ প্যান্ট পরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলছেন। অনেকেই সেই 'ছেড়া' প্যান্ট নিয়ে নানান রকম নেগেটিভ কথাবার্তাও বলছে। যেহেতু হাস্যরস সব সময় স্রোতের বিপক্ষে কথা বলে, সেহেতু টিম হাস্যরস গবেষণা করে 'ছেঁড়া' প্যান্ট পরার অনেক সুবিধা বের করেছে। প্রিয় পাঠক, আসুন পড়ে নিই।
১. বাংলাদেশ ভিক্ষুকে ভরে গেছে। রাস্তাঘাটে গেলেই তাদের মুখোমুখি হতে হয়। যেহেতু ভিক্ষুক সমাজের ড্রেস কোড ‘ছেঁড়া’ প্যান্ট, সেহেতু আপনি ‘ছেঁড়া’ প্যান্ট পরলে তাঁদের একজন হয়ে যাবেন। ভুলেও কোনো ভিক্ষুক আপনার কাছে কিছু চাইবে না, উল্টো টাকাওয়ালা কোনো ফকির থাকলে আপনাকে উল্টো ভিক্ষা দেবে।
২. মাঝেমধ্যে ঝুঁকিপূর্ণ অনেক জায়গায় অসাবধানতাবশত প্যান্ট ছিঁড়ে যায়। তখন মান-ইজ্জত প্রশ্নের সম্মুখীন হয়। কিন্তু আশাবাদী ব্যাপার হলো, আপনার প্যান্টের স্টাইল যদি ‘ছেঁড়া’ হয়, তাহলে কোনো অসুবিধে নাই। কেননা, মনকে এই ভেবে সান্ত্বনা দিতে পারবেন, আমার কিছু হারাবার নেই, থুক্কু ছিঁড়ে যাওয়ার নেই।
৩. যারা ‘ছেঁড়া’ প্যান্ট ব্যবহার করে অভ্যস্ত, তাদের টাকা খরচ করে ‘ছেঁড়া’ প্যান্ট কেনার কোনো দরকার নাই। আত্মীয়স্বজনের পুরোনো কাপড় রেখে দিয়েন।বহুত টাকা ফায়দা হবে।