রম্য
মশাদের কথোপকথন
* প্রথম মশা : কিরে, তোর বদহজম হলো কীভাবে?
দ্বিতীয় মশা : আর বলিস না, অপুষ্টিতে ভোগা এক মানুষের রক্ত চুষতে গিয়ে এই হাল।
* বাচ্চা মশা : আম্মু, খিদা লাগছে।
মা মশা : পাশের বাসায় যাও, ওখান থেকে বেশি মানুষের গন্ধ আসছে।
* বাচ্চা মশা : আমার ঘুম আসেনি, আমি এখন ঘুমাব না।
বাবা মশা : জলদি না ঘুমালে কাল থেকে মানুষের বদলে গরুর রক্ত খেতে হবে তোমাকে।
* প্রথম মশা : তুই নাকি আজ ও পাড়ার মানুষ দাদুর ঘরে গিয়েছিলি?
দ্বিতীয় মশা : ওই দাদুর কানে যখন গান শুনাই, তার তিড়িংবিড়িং দেখতে মজা লাগে বেশ।
* বাচ্চা মশা : আম্মু, আমি খেলতে যাই?
মা মশা : যাও, তবে দুষ্টুমি করলে যে মানুষের ঘরে অ্যারোসল ব্যবহার করা হয়, সে ঘরে পাঠিয়ে দেবো।
* প্রথম মশা : তুই দেখি বেশ নাদুসনুদুস হয়ে গেছিস?
দ্বিতীয় মশা : আমার পাড়ায় আমেরিকা থেকে মানুষ আসছে, ওদের শরীরে ভিটামিন বেশি।