রম্য
নতুন সার্ভিস ‘ছাতাও’!
পরিবহন ব্যবস্থায় আলোচিত সার্ভিস ‘পাঠাও’। তবে এবার বৃষ্টির বিষয়টি বিবেচনা করে প্রয়োজন নতুন সার্ভিস ‘ছাতাও’। বিস্তারিত জানাচ্ছেন হাস্যরস প্রতিবেদক।
* মেঘবাদলের দিন এখন। হুটহাট বৃষ্টি ঝরে আকাশ থেকে। এতে যাদের সঙ্গে ছাতা থাকে না, তাদের পড়তে হয় বিপাকে। বৃষ্টিতে ভিজে জ্বর-সর্দিতেও ভুগতে হয় অনেককেই।
এ রকম অবস্থায় রাস্তাঘাটে প্রয়োজন ‘ছাতাও’ সার্ভিস। মূলত ছাতা শব্দটার সঙ্গে মিল রেখে এ সার্ভিসকে ‘ছাতাও’ নামকরণ করা হবে।
‘ছাতাও’ সার্ভিসের আওতায় ঢাকা কিংবা দেশের বিভিন্ন শহরের নানা পয়েন্টে ছাতা নিয়ে প্রস্তুত থাকবে একদল কর্মী। বৃষ্টি এলেই এদের কাছ থেকে যে কেউ স্থায়ীভাবে কিনে কিংবা ঘণ্টা হিসেবে ছাতা ভাড়া নিতে পারবেন। এ ক্ষেত্রে বিভিন্ন পয়েন্টে ছাতা জমা নেওয়ার সুবিধাও থাকবে।
ছাতাও সার্ভিসে ছাতা ছাড়াও চাইলে রেইনকোট ভাড়া দেওয়া কিংবা বিক্রি করার ব্যবস্থাও রাখা যাবে।