রম্য
যে কারণে মেসি, রোনালদো, নেইমার বিশ্বকাপের সেরা একাদশে
শেষ হলো রাশিয়া বিশ্বকাপ। ভালো খেলোয়াড়দের নিয়ে ফুটবল বিশেষজ্ঞরা তৈরি করেছেন বিশ্বকাপের সেরা একাদশ। কিন্তু অদ্ভুত কারণে মেসি, রোনালদো, নেইমারের নাম নেই কোথাও। অবশ্য তাতে কিছু যায় আসে না, কারণ হাস্যরস তাঁদের পাশে। প্রিয় পাঠক, আসুন দেখে নিই হাস্যরসের সেরা তালিকায় কেন এবং কী কারণে তাঁরা আছেন।
১. বড় ছেলে ক্যাটাগরি :
বড় ছেলে ক্যাটাগরিতে মেসি সেরা একাদশে জায়গা পাবে। কারণ, দল হারুক-জিতুক, সে পুরো দলকে আগলে রাখবে। তা ছাড়া পরিবারের বড় ছেলেরা ‘মেসি’র মতো। শুধু দিয়ে যায়, কিন্তু বিনিময়ে কিছু পায় না।
২. মেজ ছেলে ক্যাটাগরি :
ক্রিস্টিয়ানো রোনালদো সুযোগ পাবে মেজ ছেলে ক্যাটাগরিতে। কেননা, পরিবারের মেজ ছেলেরা ঘাড় ত্যাড়া টাইপ। তা ছাড়া রোনালদো গোল দেওয়ার পর ঘাড় ত্যাড়া করে দাঁড়ায়। এদিকে ঘাড় ত্যাড়া লোক দলে দরকার আছে। কেননা, এরা কম কথা বলে, কিন্তু বেশি গোল দেয়।
৩. অভিনেতা ক্যাটাগরি :
অভিনেতা ক্যাটাগরিতে দলে জায়গা পাবে নেইমার জুনিয়র। কেননা, মধ্যবিত্ত বেকার ছেলেদের জীবন 'নেইমার'-এর মতো। প্রতিনিয়ত অভিনয় করে চলতে হয়। তা ছাড়া দলে একজন অভিনেতা থাকলে ফ্রি কিক কিংবা পেনাল্টি যখন-তখন পাওয়া যায়।