রম্য

শান্তি নিয়ে অশান্তি

Looks like you've blocked notifications!

আগামীকাল  ২১  সেপ্টেম্বর, বিশ্ব শান্তি দিবস। কিন্তু  এই শান্তি দিবসে অশান্তি চলে  এসেছে। আর এই শান্তি দিবসে অশান্তির কথা তুলে ধরেছেন হাস্যরস প্রতিবেদক।

দুই বন্ধুর কথোপকথন-

প্রথম বন্ধু : বুঝলি, আমি শান্তিকে খুব ভালোবাসি।

দ্বিতীয় বন্ধু :  তুই এসব কী বলছিস। তুই ভালো করেই জানিস, শান্তির সাথে আমার গত দুই বছর ধরে সম্পর্ক চলছে।  আর তুই কি না বলছিস, তাকে ভালোবাসিস। তুই আমার শত্রু...

প্রথম বন্ধু : আরে থাম। আমি তোর শান্তির কথা বলছি না,  মানুষের মনের শান্তির কথা বলছি।

দরবেশ বাবার দরবারে জনৈক পুরুষ-

জনৈক পুরুষ  :  বাবা, আমি সংসারে শান্তি চাই। আপনি কিছু একটা করুন, বাবা।

দরবেশ বাবা : আমি কী করব। শান্তি নামের মেয়েকে বিয়ে করে সংসারে নিয়ে আয়।

শান্তি চান মিয়ানমারের সু চি

সু চি : আমি শান্তি চাই।

গোটা বিশ্ব : হা হা হা...হু হু হু...বছরের সেরা জোকস শুনলাম এইমাত্র।

শান্তি নিয়ে টানাটানি-

স্ত্রী : তোমার এত বড় সাহস। ঘরে বউ থাকতে তুমি শান্তি নামের মেয়ের সাথে প্রেম করছ।

স্বামী : কি সব আবোলতাবোল কথা বলছ। আমি কোথাকার শান্তির সাথে প্রেম করছি?!

স্ত্রী :  মিথ্যাবাদী। লজ্জা হয় না তোমার ?  বিবাহিত হয়েও ফেসবুকে পাবলিক পোস্ট দাও, ‘আমি শান্তিকে পছন্দ করি, ভালোবাসি।’

স্বামী : ওটা তো বিশ্ব শান্তি দিবসের পোস্ট।