রম্য
এইচ-টু-ও মানে কী?
বলুন তো এইচ-টু-ও-এর অর্থ কী? আপনি হয়তো বলতে পারেন, এটা তো সোজা প্রশ্ন, এটি রাজধানীতে অবস্থিত একটি রেস্তোরাঁর নাম। অথবা বেশি আঁতেল হলে বলতে পারেন, ইহা পানির রাসায়নিক সংকেত : দুই ভাগ হাইড্রোজেন ও এক ভাগ অক্সিজেন মিলে এক অণু পানি তৈরি হয়। তবে এসব আঁতলামি ছেড়ে চলুন জেনে নিই এইচ-টু-ও-এর আর কী কী অর্থ থাকতে পারে।
১.
এইচ-টু-ও-এর অর্থ হতে পারে হালি বিশ টাকা। যেমন : ডিম এক হালি কুড়ি টাকা।
২.
হন্ডুরাস একটা দেশের নাম। তারা গত ফুটবল বিশ্বকাপের আগের বিশ্বকাপ খেলছিল। শুনেছি তারা ক্রিকেট খেলে টুকটাক। এ অবস্থায় তারা যদি টি-টোয়েন্টি ক্রিকেট লিগ করে, সেটার নাম হতে পারে এইচ-টু-ও। অর্থাৎ হন্ডুরাস টি-টোয়েন্টি লিগ। সংক্ষেপ এইচ-টু-ও।
৩.
এইচ-টু-ও মানে আমরা সবাই সাধারণত পানি বুঝি। তবে এটা দিয়ে ঘোলা পানিও বোঝানো যেতে পারে অথবা ‘পাগলা পানি’।
কাজেই দেখা যাচ্ছে এইচ-টু-ও দিয়ে অনেক কিছু হয়, তাই এটা নিয়ে কথা বলার সময় বুঝেশুনে কথা বলবেন। আর এটা নিয়ে কোনো মঞ্চে আপনাকে কেউ প্রশ্ন করলে অবশ্যই তাকে ওপরের তিনটি উত্তরই দেবেন। নয়তো উত্তর অসম্পূর্ণ থেকে যাবে। কেমন?