রম্য

যার যেমন ‘উইশ’

Looks like you've blocked notifications!

মিস বাংলাদেশ অনুষ্ঠানে এক প্রতিযোগীর ‘উইশ’ নিয়ে সরগরম ফেসবুক। সে যাক, যার যার ‘উইশ’ তার তার কাছে। চলুন আমরা দেখে নিই কতিপয় মানুষের ‘উইশে’র কথা।

গায়কের উইশ : ইশ, আমি যদি গান গেয়ে ভাইরাল হতে পারতাম!

রাজনীতিবিদের উইশ : ক্ষমতার গদিতে দারুণ আরাম। সারা জীবন যদি ক্ষমতায় থাকতে পারতাম!

প্রেমিকের উইশ : এই দেশে সেই প্রেমিকা কবে হবে, খাওয়ায় না মন দিয়ে বিলে মনোযোগী হবে!

প্রেমিকার উইশ : আমার ‘বাবু’টা যদি প্রতিদিন গিফট দিত আর রেস্টুরেন্টে নিয়ে যেত!

ফেল্টুস শিক্ষার্থীর উইশ : এইবারের মতো পাস করিয়ে দাও খোদা! এরপর পড়তে পড়তে তামাতামা করে দেবো!

স্ট্যান্ডবাই হিসেবে থাকা প্লেয়ারের উইশ : দলের কেউ একজন ইনজুরিতে পড়লেই তো আমার চান্স!

বিক্রেতার উইশ : লোকজনকে বড়লোক করে দাও খোদা!

ক্রেতার উইশ : জিনিসপত্রের দাম সস্তা করে দাও খোদা!

স্বামীর উইশ : আর কোনোদিন শপিংয়ে যাব না, আমার স্ত্রী যদি এমন ঘোষণা দিত!

স্ত্রীর উইশ : বল্টুর বাপ নিয়ম করে যদি প্রতিদিন শপিংয়ে নিয়ে যেত!