রম্য

দে-ফুদার নির্বাচনী ইশতেহার

Looks like you've blocked notifications!

ফেসবুকের জীবন্ত কিংবদন্তি দে-ফুদা নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। কোন দেশের নির্বাচনে অংশগ্রহণ করবেন, সে বিষয়ে তিনি কিছু বলেননি। তবে বিশ্বস্ত কাল্পনিক সূত্র নিশ্চিত করেছে, তিনি এরই মধ্যে নির্বাচনী ইশতেহার করে ফেলছেন। প্রিয় পাঠক, আসুন দে-ফুদার কাল্পনিক ইশতেহার পড়ে নিই।

১.  ক্ষমতায় গেলে ফেসবুক ব্যবহার করা ফ্রি করে দেবো। তবে ফেসবুক ব্যবহার করার সময়ে অবশ্য গলায় আইডি কার্ড ঝুলিয়ে রাখতে হবে।

২. প্রতি গ্রামে একটি বাড়ি একটি এটিএম বুথ প্রকল্প গ্রহণ করা হবে। অর্থাৎ যার যত টাকা দরকার, সে এটিএম বুথ থেকে তত টাকা নিতে পারবে।

৩. প্রেম-ভাতা প্রদান করা হবে। অর্থাৎ প্রেম চলাকালীন প্রেমিকদের অর্থ যা লাগবে, তা দে-ফুদার সরকার বহন করবে।

৪. প্রেম ইন্স্যুরেন্স চালু করা হবে। কেননা আজকাল ঘন ঘন ব্রেকআপ হয়। এতে উভয় পক্ষের ক্ষতি হয়। তো, এই ক্ষতিপূরণ দেবে ইন্স্যুরেন্স কোম্পানি।

৫. যারা স্বচ্ছ, নিরেপক্ষ ও আন্তর্জাতিক মানের প্রেম করবে, তাদের প্রেমসম্রাট উপাধি দেওয়া হবে। শুধু তাই নয়, প্রেমসম্রাটদের সন্তানদের জন্য বিশেষ কোটা চালু করা হবে।