আবোলতাবোল

ইচ্ছেমতো চড় মেরেছি : সাবিলা নূর

Looks like you've blocked notifications!
মডেল ও অভিনেত্রী সাবিলা নূর

প্রশ্ন : নূর মানে আলো, সাবিলা নূর কিসের আলো? 

সাবিলা নূর : প্রেমে অন্ধ হয়ে যাওয়া ছেলেদের আলো!

প্রশ্ন : সাবিলা নূর, মিতা নূর, আসাদুজ্জামান নূর... সব নূররা যদি একই বংশের হতেন?

সাবিলা নূর : তাহলে জাতি একটা আলোকিত বংশ পেত।

প্রশ্ন : চাঁদেরও কলঙ্ক আছে, সাবিলার কলঙ্ক কী?

সাবিলা নূর : সাবিলার কোনো কলঙ্ক নেই কারণ সাবিলা চাঁদ না!

প্রশ্ন : এতদিন প্রজাপতির দুই ডানা ছিল। হঠাৎ শত ডানা কেন?

সাবিলা নূর : প্রেমে পড়লে সব প্রজাপতিরই শত ডানা গজায়!

প্রশ্ন : ফরমালিন ছাড়া ফল আর মেকআপ ছাড়া সাবিলা নূর-কোনটা পাওয়ার সম্ভাবনা বেশি?

সাবিলা নূর : অবশ্যই মেকআপ ছাড়া সাবিলা নূর।

প্রশ্ন : ছোটবেলার বন্ধুরা কি এ রকম কিছু বলত, সাবিলা- চা বিলা?

সাবিলা নূর : এর চেয়ে বেশি বলত। সাবলা- বাবলা- হাবলা...

প্রশ্ন : অস্কার পেলে যা করব...

সাবিলা নূর: প্রথমেই লিওনার্দো ডি ক্যাপ্রিওকে জড়িয়ে ধরে ছবি তুলব, তারপর সেটা ফেসবুকে পোস্ট দেব।

প্রশ্ন : অভিনেতারা অস্কার পান, নেতারা পান না কেন?

সাবিলা নূর : নেতাদের অভিনয় লেভেল অনেক হাই! তাঁরা অস্কারের চেয়েও বড় কিছু ডিজার্ভ করেন।

প্রশ্ন : তরুণ প্রজন্ম আপনার ওপর এত ক্রাশ খাচ্ছে- এটাকে কীভাবে দেখেন?

সাবিলা নূর : অবশ্যই ভালো চোখে দেখি। তারা বেশি বেশি ক্রাশ খাচ্ছে, ভাতের ওপর চাপ কমছে!

প্রশ্ন : বেশির ভাগ ক্ষেত্রে রেস্টুরেন্টে বয়ফ্রেন্ডদেরই বিল দিতে হয়, কেন?

সাবিলা নূর : গার্লফ্রেন্ডদের পার্সে ভাংতি টাকা থাকে না বলে!

প্রশ্ন : পয়লা বৈশাখের আগে কোনো যুবক যদি এক জোড়া ইলিশ হাতে হাঁটু গেঁড়ে বলত- ‘সাবিলা তোমাকে ভালোবাসি’, তাহলে কী করতেন?

সাবিলা নূর : বৈশাখে এক জোড়া ইলিশ পেলে চোখ বন্ধ করে বলে দিতাম- কবুল, কবুল, কবুল!

প্রশ্ন : একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন, সাবিলা নূরকে কেউ চিনছে না। তার ওপর কেউ ক্রাশও খাচ্ছে না। তাহলে কেমন লাগবে?

সাবিলা নূর : খুবই খারাপ লাগবে। দরজা-জানালা বন্ধ করে কাঁদতে বসব।

প্রশ্ন : আয়নার সামনে দাঁড়িয়ে ভাবি...

সাবিলা নূর : মেয়েটা এত লক্ষ্মী কেন?

প্রশ্ন : শুটিংয়ে উল্লেখযোগ্য কোনো ঘটনা?

সাবিলা নূর : ‘শত ডানার প্রজাপতি’ নাটকের শুটিংয়ে জোভানকে চড় মারার দৃশ্য ছিল। ইচ্ছেমতো চড় মেরেছি। হি হি হি...