রম্য
টিকেট পাওয়ার পরে আরো যা কিছু করা যেত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/23/photo-1466678989.jpg)
খবরে প্রকাশ, টিকেট পেয়ে খুশিতে অনেকেই টিকেটের সাথে সেলফি তুলে আনন্দ উদযাপন করছেন। তো আর কী উপায়ে টিকেট পেয়ে আনন্দ উদযাপন করা যেত চলুন দেখে নিই।
- টিকেট পাওয়ার পর একটা মাইক ভাড়া করে সবাইকে সেটা জানাতে পারেন। শব্দদূষণ যাতে কম হয় এজন্য হ্যান্ড মাইক ব্যবহার করলে মন্দ হয় না।
- আগের দিনের রাজা-বাদশাদের মতো শাহী এলানের মাধ্যমে আপনি টিকেট পেয়েছেন- এটা সবাইকে জানাতে পারেন।
- ব্যান্ড পার্টির আয়োজন করেও টিকেট প্রাপ্তির আনন্দ আরো বাড়িয়ে নিতে পারেন।
- সবাইকে মোবাইল ফোনে খুদে বার্তা প্রেরণের মাধ্যমে আপনি যে টিকেট পেয়েছেন সেটা জানিয়ে আনন্দ ভাগ করে নিতে পারেন।
- খালি দেয়াল আর বাসে পোস্টারিং করে নিজের টিকেট প্রাপ্তির কথাটা সবাইকে জানাতে পারেন।
- পোস্টারিংয়ের আইডিয়া পছন্দ না হলে হেলিকপ্টার ভাড়া করে তার ওপর থেকে লিফলেট ছড়িয়ে আপনার টিকেট প্রাপ্তির বিষয় সম্পর্কে সবাইকে অবহিত করতে পারেন।
- চাইলে পেপারে নিজের ছবিসহ বিজ্ঞাপন প্রকাশ করে আনন্দ উৎযাপন করতে পারেন।
- জন্মদিনের মতো কেক কেটেও কিন্তু চাইলে টিকেট পাওয়ার আনন্দ উৎযাপন করা যায়।
- প্রয়োজনে সাংবাদিক ডেকে আপনার টিকেট প্রাপ্তির খবর দেশ-বিদেশে ছড়িয়ে দিতে পারেন।
- এখন সোশ্যাল মিডিয়ার যুগ। শুধু ফেসবুক কেন? আরো যত মাধ্যম আছে, যেমন ইউটিউব, টুইটার, ইন্সটাগ্রাম- এসবেও টিকেটের সাথে ছবি দিয়ে আনন্দ ভাগাভাগি করতে পারেন।