ঈদের কেনাকাটা

Looks like you've blocked notifications!

বল্টু সাবের মেজাজ চড়া পড়ছে ভীষণ প্যারায়

কেমন আছেন, কী খাইছেন জিগায় তারে ক্যারায়?

যেমন তার পোলা-মাইয়া তেমনই তার বিবি

ঈদের কেনাকাটার জন্য সবাই মারে চিবি।

ছোট মাইয়ার লাগব পাখি, বড় মাইয়ার ঝিলিক

বল্টু সাবের মাথার মধ্যে ট্যাকার চিন্তায় চিলিক।

মাইজা পোলা কাইজা করে, বড় পোলাটা গুণ্ডা

একজনে চায় বাইসাইকেল, আরেকজনে চায় হোন্ডা।

বিবি তার কম আর কিসে, চায় তেরোটা শাড়ি

হোম থিয়েটার চায় একটা শুনব সাধের জারি।

সোনা-দানায় চলব না তার, চায় সে হীরার লকেট

বল্টু সাবের ঘুম আসে না, কাটা যাবে তার পকেট।

কেমনে ট্যাকা কামায় সে কেমনে জোগায় ভাত

মাথার ঘাম পায়ে পড়ে, দিন হয়ে যায় রাত।

এত কষ্টের ট্যাকা এরা জলের মতো উড়ায়

ভাবতে গেলেই বল্টু সাবের দিলের মধ্যে পোড়ায়!

দুঃখের কথা কইবে কারে, কপালই তার ফাটা

ঈদের কেনাকাটা নয় যেন গলায় বাঁধা কাঁটা।