রম্য

মাশরাফির কাল্পনিক সাক্ষাৎকার

Looks like you've blocked notifications!

দুর্ধর্ষ মাশরাফির তোপে পড়ে ইংল্যান্ড হেরেছে বাংলাদেশের বিপক্ষে। ঠিক এ রকম অবস্থায় ‘ওহ ক্যাপ্টেন, আওয়ার ক্যাপ্টেন’ মাশরাফির একান্ত কাল্পনিক সাক্ষাৎকার ছাড়া হয় নাকি! হয় না বলেই এই রম্য লেখক কুমস্তিষ্ক কাজে লাগিয়ে লিখে ফেললেন এই কাল্পনিক সাক্ষাৎকার!

প্রশ্ন : মাশরাফি! কেমন আছেন, ক্যাপ্টেন?

মাশরাফি : সিংহকে খেয়ে ফেলার মুডে আছি!

প্রশ্ন : তা আর বলতে! যেভাবে দুর্ধর্ষ বাঘ হয়ে ইংলিশ সিংহের গর্দান মটকে দিলেন!

মাশরাফি : এই আর কি!

প্রশ্ন : আপনি ভাই এত বিনয়ী! আচ্ছা বাদ দেন, ম্যাচের আগে কী খেয়েছিলেন?

মাশরাফি : স্পেশাল কিছু না! কারণ আগেই যদি খেয়ে বসি, তবে ম্যাচে সিংহকে খেতাম কী করে!

প্রশ্ন : তাও তো কথা! তা ইংলিশ বোলারদের এত জোরে পিটাইলেন, রহস্য কী?

মাশরাফি : রহস্য হচ্ছে ‘বদরুল’!

প্রশ্ন : বদরুল?! ভাই, বুঝিয়ে বলবেন?

মাশরাফি : অবশ্যই! আসলে হয়েছে কি, ব্যাটিংয়ে নামার পরই বদরুল যেভাবে চাপাতি দিয়ে কোপাইছে, সেই কথা মনে পড়ে গেল! এরপর রাগে ইংলিশ বোলারদের একেকটারে বদরুল মনে করে তাদের বল পিটাইছি!

প্রশ্ন : বাহ! তা বোলিংয়েও তো আগুন ঝরালেন!

মাশরাফি : হুম! সেখানেও বদরুল। আসলে গতকালের ম্যাচে ইংলিশদের বদরুল মনে হয়েছে!

প্রশ্ন : ভিন্ন প্রসঙ্গে আসি, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ভারত, জিম্বাবুয়ে, ইংল্যান্ড সবাই এখন বাংলাদেশের বিপক্ষে উড়ে যায়। তো সেই ‘উড়ে যাওয়ার ভয়েই’ কি অস্ট্রেলিয়া খেলতে আসে না?

মাশরাফি : ইয়ে মানে...অব দ্য রেকর্ড, আপনি যেটা বললেন সেটাই!

প্রশ্ন : বাটলার ওভাবে রেগে গেলেন কেন?

মাশরাফি : এখানেও অব দ্য রেকর্ড কিন্তু! আসলে হয়েছে কি, বাটলার কিন্তু হারের ভয়ে অধিনায়ক হতে চায়নি! নিয়মিত অধিনায়ক হারার ভয়ে খেলতে না আসায় বাটলারকে জোর করে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল! এখন হারের শঙ্কা সত্যি হওয়ায় বেচারার মাথা কাজ করছে না, কিছুক্ষণ পরপর ক্ষেপে যাচ্ছেন!