রম্য
ইংল্যান্ড ক্রিকেট দলে নামের বাহার
বাংলাদেশ সফরে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শেষে টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত তারা। ইংল্যান্ডের বর্তমান ক্রিকেট দলে এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন, যাঁদের নামের সঙ্গে কাজের মিল নেই! কী রকম? জানতে হলে চোখ রাখুন আর পড়তে থাকুন!
অ্যালিস্টার কুক
ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক তিনি। অথচ তাঁর নাম বলছে তিনি একজন ‘রাঁধুনি’! মানে, ‘কুক’ শব্দের বাংলা হচ্ছে রাঁধুনি বা যিনি রান্না করেন। খেলেন ক্রিকেট, কিন্তু নাম রেখেছেন রাঁধুনি!
গ্যারেথ ব্যাটি
বেশ কয়েক বছর পর ইংল্যান্ড টেস্ট দলে সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু তাঁর ওত নামের সঙ্গে কাজের মিল কই! ‘ব্যাটি’ শব্দের বাংলা হচ্ছে ‘বাদুড়ে’। কেমন বাদুড় বাদুড় মনে হচ্ছে না? গ্যারেথ ব্যাটির সঙ্গে এই বাদুড়ের সম্পর্ক কী!
স্টুয়ার্ট ব্রড
ব্রডের বাংলা দাঁড়ায় ‘প্রশস্ত’। স্টুয়ার্ট ব্রড না হয় দৈর্ঘ্যে বেশ, কিন্তু তিনি তো তেমন একটা প্রশস্ত না! তাহলে?
জো রুট
দুর্দান্ত ব্যাটসম্যান। কিন্তু মূল বা শিকড়ের সঙ্গে তাঁর সম্পর্কটা কী, সেটা বোঝা যাচ্ছে না! অর্থাৎ, ‘রুট’ শব্দের বাংলা হচ্ছে ‘মূল’। তবে তিনি যদি বলেন, আমি জো রুট ইংল্যান্ড দলের ব্যাটিংয়ের মূলভিত্তি, তবে মেনে নেওয়া যেতেই পারে!
মার্ক উড
ইংল্যান্ড দলের এই বোলারের নামের ‘উড’ শব্দের অর্থ ‘কাঠ’। তা কাঠের সঙ্গে তাঁর সম্পর্ক কোন জায়গায়? তিনি তো কখনো কাঠ ব্যবসায়ী ছিলেন বলে শোনা যায়নি!