রম্য
হারের পর হিলারির না বলা কথা!
হিলারি ক্লিনটন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাবেন, এটা তিনি তো বটেই, দুনিয়ার অর্ধেকের বেশি মানুষই ভাবেনি! কিন্তু না ভাবলে কী হবে, হারতে তাঁকে হয়েছে। এই হারের ফলে ক্ষুব্ধ হিলারির মনে হয়তো অনেক কথাই এসেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো সভ্য দেশ হওয়ায় তিনি সেসব কথা বলতে পারেননি। হিলারির সেসব না বলা কথা কল্পনাশক্তির সাহায্যে তুলে ধরা হচ্ছে!
১. এই ফল প্রত্যাখ্যান করছি আমি। আমাকে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছে।
২. নির্বাচনে পুকুরচুরি হয়েছে। আমি এ নির্বাচন মানি না।
৩. আপনারা জানেন, ভোটের দিন কীভাবে জাল ভোটের বন্যা বয়ে গেছে! এত জাল ভোট পড়লে আমি জিতব কেমন করে?
৪. এই নির্বাচন বাতিল করতে হবে! অন্যথায় আগামী ঈদের পর তীব্র আন্দোলন!
৫. ট্রাম্পের দলীয় ক্যাডাররা ভোটকেন্দ্র দখল করে নিয়েছিল। তারা জাল ভোট দিয়ে ট্রাম্পকে জিতিয়ে দিয়েছে।
৬. অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করতে হবে। না হলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
৭. দ্রুততম সময়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করার দাবিতে আগামী অমুক থেকে তমুক তারিখ পর্যন্ত লাগাতার হরতাল ও অবরোধের ডাক দিচ্ছি আমরা।