রম্য
আমাকে আপা ডাকবেন না প্লিজ : শিনা চৌহান
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) জুড়ে আলোচনায় ছিলেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপক শিনা চৌহান। স্টুডিও কিংবা স্টেডিয়ামে কথার ঝড় তুলছেন অনেক। সেই হিসেবে বলা যায় তিনি হাস্যরস বিভাগে একটা কাল্পনিক সাক্ষাৎকার দিতেই পারেন, কিন্তু কথা হচ্ছে হাস্যরস বিভাগের কর্মকর্তাদের নেই কোনো শিডিউল। কে লিখবে কাল্পনিক সাক্ষাৎকার? শেষমেশ বাধ্য হয়ে এই প্রতিবেদক নিজের ইচ্ছের বিরুদ্ধেই লিখলেন কাল্পনিক সাক্ষাৎকার। এবার আপনারাও মজা নিতে ইচ্ছার বিরুদ্ধে পড়তে পারেন।
হাস্যরস : কেমন আছেন আপা?
শিনা : আমি কি আপনার আপা?
হাস্যরস : সরি!
শিনা : আমাকে আপা ডাকবেন না প্লিজ। আপা বলে সম্বোধন করলে নিজেকে বুড়ি বুড়ি মনে হয়,তরুণী মনে হয় না।
হাস্যরস : আপনি কি তরুণী?
শিনা : হোয়াই নট। অবশ্যই আমি তরুণী। দেখলেই তো বোঝা যায় আমি অনেক হট।
হাস্যরস : আপনি হট?
শিনা : অবশ্যই হট। তা ছাড়া একটা সূত্র নিশ্চিত করেছে, আমি এতটাই হট যে খেলা চলাকালীন স্টেডিয়াম এলাকায় শীত প্রবেশ করতে পারেনি আমার জন্য।
হাস্যরস : অন্য প্রসঙ্গে আসি। এবার বিপিএলে আপনার সেরা আবিষ্কার কী মনে হয়?
শিনা : অবশ্যই খেলার মাঠে মোবাইল ছাড়া সেলফি তোলার স্টাইল। ড্যারেন সামি প্রমাণ করে দিয়েছেন, শুধু ইচ্ছেশক্তি থাকলে এই ডিজিটাল যুগে মোবাইল ছাড়া সেলফি তোলা যায়।
হাস্যরস : বড় হয়ে আপনি কী হতে চান?
শিনা : আমি কি এখন ছোট?
হাস্যরস : আসলে আপনাকে প্রশ্ন করার কোনো বিষয় পাচ্ছি না। তাই ভাবলাম উল্টোপাল্টা প্রশ্ন করে উল্টাপাল্টা কিছু বের করা যায় কি না।
শিনা : আপনার সাহস তো কম না। উল্টোপাল্টা বলে কী মিন করছেন?
হাস্যরস : ইয়ে মানে কিছু না। যাইহোক, কাল্পনিক সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
শিনা : আমি এতক্ষণ কাল্পনিক সাক্ষাৎকার দিছি? ওহ মাই গড।
হাস্যরস : অবাক হয়ে লাভ নাই। শুধু কোম্পানির প্রচারের জন্য কাল্পনিক সাক্ষাৎকার নিয়েছি আমরা।