বন্দুকধারীর হামলা

প্রাগে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা নিহত ১৫

ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। দেশটির স্থানীয় সময় আজ বৃহস্পতিবারের (২১ ডিসেম্বর) এই হামলায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আহত হয়েছে অন্তত ২৪ জন। দেশটির কর্তৃপক্ষ বলছে, ওই বন্দুকধারীকে দমন করার আগে হতাহতের এই ঘটনা ঘটে। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় নিহত ৮

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৮ জন নিহতের খবর পাওয়া গেছে। টেক্সাসের ডালাসের উত্তরাঞ্চলের একটি শপিংমলে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির ইমার্জেন্সি সার্ভিস। খবর রয়টার্স ও সিএনএনের।

অ্যালেন শহরে ওই হামলার পরপরই শপিংমল থেকে শত শত মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, এক বন্দুকধারী শপিংমলের লোকজনকে লক্ষ্য করে অতর্কিত এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এদিকে ওই হামলার পর পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ বলছে, একজন ব্যক্তিই বন্দুক নিয়ে হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রের আলাবামায় ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত চারজনই বয়সে কিশোর বলে জানা গেছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় পুলিশের বরাতে আজ রোববার (১৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, মার্কিন অঙ্গরাজ্য আলাবামার ডেডভিলে শহরে স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে বন্দুক হামলার এই ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, এক কিশোরের ১৬তম জন্মদিন উপলক্ষে দেওয়া পার্টিতে এই হামলার ঘটনা ঘটেছে। তাৎক্ষনিকভাবে হামলাকারীর পরিচয় জানা যায়নি।

আলাবামার গভর্নর কেয় ইভে বলেন, ‘ঘটনাটি নিয়ে আমি শোকাহত।’

ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গুলি, সাবেক মেয়রসহ নিহত ৩

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কুইজনে বিখ্যাত অ্যাতেনিও ডি ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুলিতে সাবেক এক মেয়রসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। মেয়রকে হত্যার উদ্দেশে রোববার সমাবর্তন অনুষ্ঠানে গুলির এই ঘটনা ঘটেছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় হত্যাকারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী।

কুইজন শহরের পুলিশ প্রধান রেমাস মেদিনা বলেছেন, দক্ষিণাঞ্চলের লামিটান শহরের সাবেক মেয়র রোজ ফুরিগেকে হত্যার জন্য গুলির ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Subscribe to RSS - বন্দুকধারীর হামলা