স্পেশাল অ্যাডিশনের রেসিং সাইকেল

Looks like you've blocked notifications!
সিরিজের ৭০টি সাইকেলের মধ্যে প্রথম সাইকেলটা মার্কস নিজেই কিনে নিয়েছেন। ছবি : বাইসাইক্লিং ডটকম

৭০ বছর বয়সে গিয়ে জন্মদিনটা মানুষ ঘরোয়াভাবে উদযাপন করতেই পছন্দ করে। তবে এডি মার্কস এ ক্ষেত্রে ব্যতিক্রম। নিজের জন্মদিন উপলক্ষে তিনি বের করলেন নতুন সিরিজের রেসিং বাইক। স্টিল ফ্রেমের মার্কস সেভেন্টি  রেসিং বাইকগুলোর দাম ধরা হয়েছে ১৭ হাজার ৫০০ ডলার।

সাইকেলগুলো স্পেশাল অ্যাডিশন বলা হচ্ছে কারণ হ্যারিটেজ সিরিজের এই সাইকেলগুলোর মাত্র ৭০টি সাইকেল বের করেছে মার্কস। এবং প্রতিটি সাইকেলে দেওয়া আছে সিরিয়াল নম্বর। ১ থেকে ৭০ পর্যন্ত সিরিয়াল করা নম্বরগুলো ক্রেতাদের আলাদা মর্যাদা দেবে। এরই মধ্যে প্রথম সাইকেলটি মার্কস নিজেই কিনে নিয়েছেন।

সাদা ও লাল রঙের সাইকেলটিতে রয়েছে কামপাগনোলো বোরা আল্ট্রা থার্টি ফাইভ চাকা এবং সিনেলির সিট। এই সিরিজের বাকি ৬৯টি সাইকেলের মধ্যে একটা সাইকেলের মালিক হতে হলে  আপনাকে আগে অনলাইনে অর্ডার করতে হবে। ফেসবুকের মাধ্যমে জানা যাবে এর আপডেট। ভাগ্যবান ক্রেতারা আগামী ১৭ জুলাই হাতে পাবেন কাঙ্ক্ষিত সাইকেল। কারণ ওই দিনই মার্কসের জন্মদিন।