সান্তা ক্রুজের নতুন সাইকেল স্টিগমাটা

Looks like you've blocked notifications!
রাস্তায় এবং পাহাড়ে চলার মতো শক্ত করে তৈরি করা হয়েছে স্টিগমাটা সিরিজের সাইকেলগুলো। ছবি : বাইক রিভিউ

ক্যালিফোর্নিয়া-ভিত্তিক সাইকেল নির্মাতাপ্রতিষ্ঠান সান্তা ক্রুজ নিয়ে এসেছে নতুন সিরিজের সাইকেল স্টিগমাটা।  সান্তা ক্রুজের বিশেষ কার্বন ফাইবার দিয়ে তৈরি এই সাইকেলে রয়েছে পোস্ট মাউন্ট ডিস্ক ব্রেক, ফ্রন্ট এবং রিয়ার থ্রু এক্সেলস। সাইকেলের ব্রেক ক্যাবলগুলো নেওয়া হয়েছে এর কার্বন বডির ভেতর দিয়ে।

স্টিগমাটা সিরিজে রয়েছে পাঁচটি উচ্চতার (৫২ সে.মি, ৫৪সে.মি, ৫৮সে.মি, ৬০ সে.মি) মডেল। এসব মডেলের দাম রয়েছে তিন হাজার ৬৯৯ ডলার থেকে ছয় হাজার ৫৯৯ ডলার পর্যন্ত।

নির্মাতা প্রতিষ্ঠান সান্তা ক্রুজের পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি ক্রস রেসার রোড বাইক। সেই সাথে পাহাড়ি পথে চলার মতো শক্ত করে বানানো হয়েছে এটিকে। রেসিংয়ের জন্যও প্রস্তুত স্টিগমাটা।

চালকের স্বাচ্ছন্দ্যের জন্য সাইকেলটিতে ২৭.২ মিলিমিটারের সিট পোস্ট সংযুক্ত করা হয়েছে। রয়েছে ৪১ মিলিমিটার ব্যাসার্ধের চাকা। এর আগে ২০০৭ সালে কাছাকাছি ডিজাইনের একটি ক্রসবাইক তৈরি করেছিল সান্তা ক্রুজ। তবে এবার আরো আধুনিক প্রযুক্তি যোগ করে তৈরি করা হয়েছে স্টিগমাটা।