যে সাইকেল চুরি করা যাবে না!

Looks like you've blocked notifications!
সাইকেলের সিটকেই তালা হিসেবে ব্যবহার করা হবে। ছবি : ইয়েরকা প্রজেক্টের ফেসবুক পেজ থেকে

ইদানীং সাইকেলের চল বেশ বেড়েছে। সেই সাথে বেড়েছে সাইকেল চুরি। চোরদের অপদস্ত করতে দারুণ এক বুদ্ধি বের করেছেন চিলির তিন প্রকৌশল শিক্ষার্থী। নিজেদের তৈরি করা এই সাইকেলকে তাঁরা বলছেন পৃথিবীর প্রথম সাইকেল যা চুরি করা যাবে না।

ইয়েরকা প্রজেক্টের আওতায় এই সাইকেল তৈরির কাজ করছেন তাঁরা। এখনো সাইকেলটি নিয়ে পরীক্ষামূলক কাজ চলছে। সব পরীক্ষা সফলভাবে শেষ হলে সাইকেলটি  তৈরি করে বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে।  

সাইকেলটির মজার দিক হচ্ছে এর জন্য আলাদা তালা ব্যবহার করতে হয় না। সাইকেলের সিটকেই ব্যবহার করা যাবে তালা হিসেবে। আর তালাটি লাগানো হবে সাইকেলের ফ্রেমের সাথে। সাইকেল চুরি করতে হলে তালা ভাঙতে হবে আর তালা ভাঙতে গেলে সাইকেলের ফ্রেমটাই ভাঙতে হবে। ফ্রেম ভেঙে সাইকেল নিলে সেটা আর চালানোর উপযুক্ত থাকবে না। কাজেই ফ্রেম ভেঙে চোর আর সাইকেল নেবেই বা কেন?