এজি মোটরস আনছে ফরাসি ব্র্যান্ড পঁজো

Looks like you've blocked notifications!
ফরাসি পঁজো ব্র্যান্ডের গাড়ি বিক্রি করবে দেশের কোম্পানি এজি মোটরস। এ জন্য মঙ্গলবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে উভয় কোম্পানির মধ্যে একটি চুক্তি হয়েছে। ছবি : সংগৃহীত

আনোয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এজি মোটরস বিক্রি করবে ফরাসি ‘পঁজো’ ব্র্যান্ডের গাড়ি। এ জন্য গতকাল  মঙ্গলবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এজি মোটরস ও পঁজো কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

এজি মোটরসের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন খালেদ এবং পঁজোর ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক এবং বিক্রি ও বিপণন বিভাগের প্রধান দিদিয়ের রিচার্ড চুক্তিপত্রে সই করেন।

অনুষ্ঠানে ফরাসি রাষ্ট্রদূত সোফি অবার্ট এবং পঁজোর ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বয়ক কার্ল বোশে উপস্থিত ছিলেন।

এজি মোটরসের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন খালেদ বলেন, ‘আমরা সব সময় বাংলাদেশে বিশ্বের বিখ্যাত ব্র্যান্ডের গাড়ি আনতে চেষ্টা করেছি। এতে দেশের মনুষ সহজেই বিশ্বমানের গাড়ি চালানোর অভিজ্ঞতা পাবেন।’

অনুষ্ঠানে ক্রেস্ট দিয়ে ফরাসি রাষ্ট্রদূতকে সম্মান জানান হোসাইন খালেদ। অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বের ১৬০টি দেশে পঁজোর ১০ হাজার বিক্রয়কেন্দ্র রয়েছে। ২০১৫ সাল পর্যন্ত মোট ১৭ লাখ ১০ হাজার গাড়ি বিক্রি করেছে পঁজো।