সুজুকি গিক্সার এসএফ

Looks like you've blocked notifications!
সুজুকি গিক্সার এসএফ। ছবি : এনডিটিভি

আগামী মাসে ভারতের বাজারে আসছে সুজুকি গিক্সার এসএফ। ১৫০ সিসি মোটরসাইকেলের মধ্যে সুজুকির গ্রিক্সার সিরিজ বেশ জনপ্রিয়তা পেয়েছে ভারতীয় ক্রেতাদের কাছে। এর ধারাবাহিকতায় গিক্সার এসএফ মডেলটি আগামী ৭ এপ্রিল ভারতের বাজারে ছাড়া হবে।

বাইকটি ‘সম্পূর্ণ জ্বালানি সাশ্রয়ী’ বলে ঘোষণা দিয়েছে সুজুকি। ভারতের বাজারে ইয়ামাহা ওয়াইজেডএফ-আর ফিফটিন মডেলের প্রতিদ্বন্দ্বী হতে পারে সুজুকি।

গিক্সার সিরিজের অন্যান্য বাইকের মতো এটিতেও থাকছে এয়ার কুলড ইঞ্জিন এবং সিঙ্গেল সিলিন্ডার ইউনিট। জ্বালানি সাশ্রয়ী সুবিধা ছাড়াও এতে থাকছে ট্রিপ মিটার, নিয়ন্ত্রণযোগ্য শিফট লাইট, গিয়ার ইন্ডিকেটর ও ঘড়ি।

ভারতের বাজারে গিক্সারের অন্যান্য মডেলের সর্বোচ্চ দাম ৭৩ হাজার টাকা। তবে গিক্সার এসএফের দাম এর থেকে একটু বাড়তি হবে।