বিশ্বের তৃতীয় বড় অটোমোবাইল নির্মাতা হবে ভারত

Looks like you've blocked notifications!
অটোমোবাইল খাতে ভারতের রয়েছে বড় ধরনের সম্ভাবনা। ছবি : বিজনেস টুডে

আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অটোমোবাইল নির্মাতা হবে ভারত- এমন আশাবাদ ব্যক্ত করেছেন গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ফোর্ডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ডেভিড ডুবেনস্কি।

২০২০ সালের মধ্যে ৭০ লাখ ইউনিট গাড়ি উৎপাদন করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন ভারতীয় অটোমোবাইল নির্মাতারা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, ভারতের কুমারাগুরু কলেজ অব টেকনোলজির শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠানে ডেভিড ডুবেনস্কি বলেন, ভারতের জিডিপিতে বর্তমানে অটোমোবাইল খাতের অবদান ৭%। তাই এই খাতের মাধ্যমে অন্যান্য খাতে সহায়তা দিতে পারছে ভারত সরকার।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডুবেনস্কি আরো বলেন, ‘১১০ বছর ধরে বিশ্বব্যাপী বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে গাড়ি তৈরি এবং বিক্রির ব্যবসা করে আসছে ফোর্ড। এর মাধ্যমে বিশ্বকে আরো উন্নত করার চেষ্টা করছি আমরা।’
২০১১ সালে ফোর্ডে কাজ শুরু করার আগে তিন বছর আরেক অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান মাজদা করপোরেশনে ডিরেক্টর অব করপোরেট স্ট্র্যাটেজি পদে কাজ করেছেন ডুবেনস্কি।