ইয়ামাহা স্যালুটো ১২৫ সিসি

Looks like you've blocked notifications!
ইয়ামাহা স্যালুটো ১২৫ সিসি। ছবি : এনডিটিভি।

ইয়ামাহা মানেই গতি। তাই ইয়ামাহার বাইক মানেই একটু বেশি দামি। তবে মাঝারি দামের বাজারেও নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে চাইছে ইয়ামাহা। তাই ১৫০ সিসির বাইকের পাশাপাশি ১২৫ সিসির বাইক নিয়ে নতুন করে ভাবছে তারা।

ভারতের বাজারে ১২৫ সিসির ইয়ামাহা স্যালুটো বাইকটি বিক্রি শুরু হয়েছে। এর দাম পড়বে ৫২ হাজার রুপি। ইয়ামাহার দাবি, ১২৫ সিসির বাইকগুলোর মধ্যে এটি সবচেয়ে হালকা। তাই এটি নিয়ন্ত্রণ করাও বেশ সহজ। সাধ্যের মধ্যে পরিবারের সব সদস্যদের বহন করার মতো করে তৈরি হয়েছে বাইকটি।

ইয়ামাহা স্যালুটোতে রয়েছে ফোর স্পিড ট্রান্সমিশন, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন। তেলসাশ্রয়ী বাইকটি লিটারে ৭৮ কিলোমিটার যাবে বলে দাবি নির্মাতা ইয়ামাহার। 

বাইকটির সামনের এবং পেছনের চাকায় রয়েছে ১৩০ মিলিমিটারের ড্রাম ব্রেকস। সামনের চাকায় রয়েছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন সেটআপ এবং পেছনের চাকায় রয়েছে সুইংগ্রাম।

ইয়ামাহা মোটর ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মাসাকি আসানো ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, ভারতের বাজারের কথা মাথায় রেখেই স্যালুটো তৈরি করা হয়েছে। সাধ্যের দামের মধ্যে ১২৫ সিসির সেরা বাইক হবে এটি। তেলসাশ্রয়ী হওয়ায় এটি জনপ্রিয় হবে বলে আশা করছেন মাসাকি।