অনলাইনে ভ্যাট দিলে মাসে লাখ টাকা পুরস্কার
এখন থেকে অনলাইনে ভ্যাট দিলে প্রতি মাসে লটারি জেতার সুযোগ পাবেন ক্রেতারা। ক্রেতাদের দেওয়া ভ্যাট যেন সরাসরি সরকারি কোষাগারে জমা হয় তা নিশ্চিত করতে অনলাইনভিত্তিক ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) চালু হচ্ছে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনের সভাকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয়, কাল বৃহস্পতিবার জাতীয় ভ্যাট দিবস এবং ১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ পালিত হবে। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামের এক হাজার ব্যবসাকেন্দ্র থেকে কেনাকাটা করে অনলাইনে ভ্যাট দেওয়ার পর ক্রেতারা চালান নম্বর পাবেন। তার ভিত্তিতে প্রতি মাসে লটারি করে সর্বোচ্চ এক লাখ টাকা ও নিম্নে ১০ হাজার টাকার মোট ১০১টি পুরস্কার দেওয়া হবে। এনবিআরের ওয়েবসাইট থেকে এসব ব্যবসাকেন্দ্রের তালিকা জানা যাবে। পরবর্তীতে জেলা পর্যায়ে এসব ডিভাইস দেওয়ার পরিকল্পনা রয়েছে।
পণ্য ও সেবা ক্রয়-বিক্রয়ের হিসাব সঠিকভাবে রাখতে এনবিআর ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ইএফডি স্থাপনের কাজ শুরু করেছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় এক হাজার ইএফডি মেশিন বসানো হয়েছে। এনবিআর চাইছে পর্যায়ক্রমে দেশের সব মহানগর ছাড়িয়ে জেলা পর্যায়ের ব্যবসা প্রতিষ্ঠানে এই মেশিনের ব্যবহার বিস্তৃত করতে।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ভবিষ্যতে জেলাসহ অর্থনৈতিক কার্যক্রমে অগ্রসরমান এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানেও ইএফডির ব্যবহার শুরু করা হবে। সঠিকভাবে ক্রয়-বিক্রয়ের হিসাব রাখার জন্য এর ব্যবহার জরুরি।
আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী জাতীয় ভ্যাট দিবস পালিত হবে। এবার ভ্যাট দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘মুজিববর্ষের অঙ্গীকার, ইএফডিতে এনবিআর’।
এর আগে ব্যবসাপ্রতিষ্ঠানে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার মেশিন (ইসিআর) ব্যবহার করা হতো। তবে পণ্য বা সেবা বিক্রয়কালে ক্রেতা ইসিআরের মাধ্যমে গ্রাহককে চালান না দেওয়া কিংবা চালান দেওয়া হলেও তাতে অনিয়ম করার সুযোগ ছিল বলে অভিযোগ রয়েছে। এ সমস্যা সমাধানে এনবিআর ইএফডি ব্যবস্থা চালু করছে। ইএফডির কার্যক্রম এনবিআরের রক্ষিত সার্ভারের সঙ্গে যুক্ত থাকবে। ফলে কোনো পণ্য বিক্রয় হলে ইএফডির মাধ্যমে ক্রেতাকে চালান পরিশোধ করলে তা স্বয়ংক্রিয়ভাবে এনবিআরে রক্ষিত হবে। ফলে এক্ষেত্রে অনিয়ম করার সুযোগ কমে যাবে।
এনবিআর চেয়ারম্যান বলেন, ইএফডির সঠিক ব্যবহার বড় চ্যালেঞ্জ। তবে ইএফডির মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়ের হিসাব রাখায় উৎসাহিত করতে এনবিআর ক্রেতার জন্য পুরস্কার প্রবর্তন করেছে। তিনি বলেন, ইএফডির চালান জমা দিলে প্রতি মাসে লটারির মাধ্যমে ১০১ জনকে পুরস্কার দেওয়া হবে। ফলে পুরস্কারের জন্য ক্রেতারা ইএফডির মাধ্যমে ক্রয় বিক্রয়ে উৎসাহিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ইএফডি ব্যবহারের ক্ষেত্রে ব্যবসায়ীদের কিছু বিড়ম্বনার বিষয়ে এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, যেকোনো নতুন বিষয়ে সমস্যা থাকবেই। এর সমাধানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া ভ্যাট ব্যবস্থাকে অনলাইন করতে ভ্যাট অনলাইন প্রকল্পের মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর করোনার কারণে ভ্যাট দিবস অনাড়ম্বরভাবে পালন করা হবে। র্যালি, বড় আকারের সংবর্ধনা, সাজসজ্জাকরণ, স্যুভেনির প্রকাশনাসহ বেশকিছু কাজ বাতিল করা হয়েছে। আগামীকাল রাজস্ব ভবনে ভ্যাট দিবসের ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হবে।