বোতলজাত সয়াবিন তেলের সংকট, সপ্তাহজুড়ে উত্তাপ খোলা তেলে

সয়াবিনের দাম নিজেরাই বাড়িয়ে ফেলেছেন বিক্রেতারা, এমন অভিযোগ ক্রেতাদের। আবার বাজার ঘুরেও মেলে অভিযোগের প্রমাণ। কারণ, কোথাও মিলছে না সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল, উপরন্তু বোতলজাত তেলের তৈরি হয়েছে কৃত্রিম সংকট। গায়ের দামে বিক্রির পরিবর্তে খুলে বিক্রি করলে লাভ বেশি হচ্ছে–এজন্যই নাকি বোতল খুলে ‘সিন্ডিকেট নির্ধারিত’ দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। তবে,  সেই সিন্ডিকেট কারা, মুখ খুলতে নারাজ বিক্রেতারা।...