আগস্টে রেমিট্যান্স ছাড়িয়েছে ২ বিলিয়ন ডলার

Looks like you've blocked notifications!
ডলার। ছবি : সংগৃহীত

আগস্টে দেশে রেমিট্যান্স আয় দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় মাস দেশে এ পরিমাণ রেমিট্যান্স এলো।

বাংলাদেশ ব্যাংকের আজ বুধবারের তথ্য অনুযায়ী, আগস্টে রেমিট্যান্সপ্রাপ্তি ১২ দশমিক ছয় শতাংশ বেড়েছে। আগস্টে মোট রেমিট্যান্স এসেছে দুই দশমিক শূন্য তিন বিলিয়ন ডলার, যা জুলাইয়ের তুলনায় তিন শতাংশ কম৷

আগস্টে রেমিট্যান্সের পরিমাণ জুলাইয়ের তুলনায় ৫৮ মিলিয়ন ডলার কম। তবে, ২০২১ সালের আগস্টের তুলনায় ২২৮ মিলিয়ন ডলার বেশি।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ‘রেমিট্যান্স কমে যাওয়া ও রপ্তানি আয়ের বিপরীতে উচ্চ আমদানি অর্থপ্রদানের কারণে সাম্প্রতিক মাসগুলোতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে।’

গতকাল বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৯ দশমিক ০৫ বিলিয়ন ডলার। গত মঙ্গলবার এর পরিমাণ ছিল ৩৯ দশমিক ২১ বিলিয়ন ডলার।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ চলতি বছরের জুলাইয়ে ছিল ৩৯ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। জুনে এর পরিমাণ ছিল ৪১ দশমিক ৮২ বিলিয়ন ডলার।

মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার আজ ৯৫ টাকা ছিল।