আয়কর রিটার্ন দাখিলের সময় আরেক দফা বাড়ল

Looks like you've blocked notifications!

আয়কর রিটার্ন দাখিলের সময় আরেক দফা বাড়ানো হয়েছে। আগামী ২ জানুয়ারি রিটার্ন দাখিলের নতুন সময় নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের জনসংযোগ দপ্তর বিভাগ থেকে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

এনবিআরের দপ্তর থেকে আরও জানা গেছে, আগামী ৩১ ডিসেম্বর শুক্রবার। সে দিন সরকারি ছুটির দিন হওয়ায় ২০২১-২২ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ২ জানুয়ারি। জরিমানা পরিহারের লক্ষ্যে ২ জানুয়ারির মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে বলেছে এনবিআর।

এর আগে গত ১০ ডিসেম্বর এনবিআর-এর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছিলেন, আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আর বাড়ানো হবে না। তবে, ২০ দিনের মাথায় সময় বাড়ানো হয়।

গত ৩০ নভেম্বর প্রজ্ঞাপনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ায় রাজস্ব বোর্ড।

করোনার কারণে এ বছর আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারা দেশে ৩১টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেওয়ার সুবিধা রাখা হয়। প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ খোলা হয়।