একদিন পর আবারও হিলি বন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ

Looks like you've blocked notifications!
ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর বিপাকে পড়েন দিনাজপুরের হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা। ফাইল ছবি

হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করার একদিন পর আবারও আজ রোববার থেকে রপ্তানি বন্ধ হয়ে গেছে। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

ভারতীয় ব্যবসায়ীরা বলছেন, গত ১৪ সেপ্টেম্বরের আগে যেসব পেঁয়াজের এলসি করা ছিল, মূলত সেসব পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছিল ভারত সরকার।

এ কারণে গতকাল শনিবার বাংলাদেশে প্রায় ৩০০ টন পেঁয়াজ রপ্তানি করা হয়েছে। বাকি যে ১০ হাজার টনের জন্য এলসি করা আছে, সেসব পেঁয়াজ রপ্তানির জন্য নতুন করে ভারত সরকারের অনুমতি লাগবে।

এখন পর্যন্ত অনুমতি না হওয়ায় আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি করা হবে না।