এসএমসি নিয়ে এলো নতুন ফরটিফায়েড কনফেকশনারি ‘সুপার কিড’

Looks like you've blocked notifications!

বাংলাদেশের যেসব শিশু পুষ্টিহীনতা সমস্যায় ভোগে, তাদের সমস্যা সমাধানের উদ্দেশ্যে এসএমসি নিয়ে এলো ২৪টি গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ বাজারের সবচেয়ে হেলদি ও টেস্টি ফরটিফায়েড কনফেকশনারি ‘সুপার কিড’।

যুক্তরাষ্ট্রের ফরমুলেশনে প্রস্তুতকৃত সুপার কিড-এর প্রতিটি প্যাকেট দৈনিক পুষ্টি চাহিদার ২৭ শতাংশ পূরণ করে এনার্জির একটি অন্যতম উৎস হিসেবে কাজ করে। প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর সুপার কিড বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বাচ্চাদের করে আরও শক্তিশালী এবং আরও বুদ্ধিমান।

দুধ মালাই ও বাদাম চকলেটের দুটি মজাদার ভিন্ন স্বাদের সুপার কিড আপনাদের আশপাশের দোকানে পাওয়া যাচ্ছে মাত্র ১০ টাকায়। এ ছাড়া সুপার কিড-এর প্রতিটি প্যাকেটের সঙ্গে থাকছে বাচ্চাদের জন্য একটি আকর্ষণীয় কার্ড ফ্রি।

ভোক্তাদের আস্থার প্রতিদান দিয়ে দেশীয় বাজারে এসএমসি ৪৭ বছর ধরে ওরস্যালাইন-এনসহ বিভিন্ন কনজ্যুমার পণ্য বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় ভোক্তাদের কাছে স্বাস্থ্যকর ও সুস্বাদু খাদ্যদ্রব্য ও পানীয় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এসএমসি নিজেদের ব্যবসায়ে এই পণ্যটি সংযোজন করেছে।